আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের শ্রীনগরে স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজ থেকে মঙ্গলবার সকাল ১০ টায় বিপুল পরিমাণ সরকারি বই চোরাই ভাবে একটি পিকআপ ভ্যানে করে বিক্রি করার সময়ে ছাত্রদের হাতে আটক হয় বই ভর্তি পিকআপ ভ্যান।
পরবর্তীতে অবস্থা অনুরূপ না দেখে পিকআপটি ঘুরিয়ে কলেজের ভিতরে এনে বইগুলো পিক আপ থেকে নামানোর চেষ্টা করা হয় ।
বই আটককৃত ছাত্ররা জানান, কলেজ থেকে তেরপাল মোড়ানো একটি পিকআপ বের হলে তাদের সন্দেহ হয় স্কুল থেকে কি নিয়ে যাওয়া হচ্ছে।
পক্ষান্তরে তারা পিকআপ থামিয়ে তেরপাল খুলতেই ভেতর থেকে বেরিয়ে আসে বিগত বছরের নতুন সব বই। পরবর্তীতে গণমাধ্যম কর্মিরা উপস্থিত হলে শিক্ষকরা সটকে পড়েন ।
কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেহেনা নাসরিন জানান, কলেজের পুরোনো খাতা প্রতি বছর বিক্রি করা হয়। খাতার সাথে কিছু বইও ভুল বশত পিকআপে উঠানো হয় ।
বিষয়টি জানতে পেরে এ ঘটনার সাথে জড়িত শিক্ষক মনিন্দ্রনাথ বালা, সহকারী প্রধান শিক্ষক বজলুর রহমান ও অফিস সহায়ক মন্টুকে শোকজ করা হয়েছে।
জেলা শিক্ষা অফিসার মো: ইসমাইল হোসেন জানান, সরকারি বই তাদের বিক্রি করার কোন এখতিয়ার নেই। এটি আইনগতভাবে অবৈধ। এ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?