সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের অষ্টম প্রকল্প চালুর দাবিতে শিক্ষকরা মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে মিশনমোড় চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শিক্ষকরা চান বর্তমান রমজানেই তিন মাসের বকেয়া বেতন পরিশোধ করা হোক এবং বেতনের বৃদ্ধি করা হোক।
মানববন্ধনে অংশগ্রহণকারী ৯৭৫ জন শিক্ষক জানান, বিগত সাতটি পর্যায়ে এই প্রকল্প সফলভাবে পরিচালিত হয়েছে। এটি শিক্ষার্থীদের মধ্যে কোরআন শিক্ষা, প্রাথমিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তবে বর্তমানে প্রকল্পটি আউটসোর্সিংয়ের আওতায় নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, যা তারা মেনে নেবেন না।
শিক্ষকরা দীর্ঘদিনের বেতন বকেয়া ও ন্যায্য বেতন বৃদ্ধি না হওয়ায় আর্থিক সংকটে ভুগছেন। তারা দ্রুত প্রকল্প অনুমোদন ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানান।
মানববন্ধন শেষে শোভাযাত্রা নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন।
লালমনিরহাট জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম সভাপতিত্ব করেন। তারা সতর্ক করে বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।