আশরাফুল ইসলাম, শেকৃবি প্রতিনিধি:
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে শেকৃবি ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয়। এতে সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতাদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মো. আবুল হাসান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাইম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোবাশশির সালেহীন ও সাবেক সভাপতি তানভীর ইবনে মাহফুজ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা অংশ নেন।
ইফতারে অংশ নেওয়া শুভসংঘের সদস্যসচিব তাসমিয়া রহমান বলেন, “আমরা শিবির সম্পর্কে অনেক নেতিবাচক কথা শুনেছিলাম, কিন্তু আজকের আয়োজনে আমাদের মতো নারী প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে, যা নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছে। তবে তাদের প্রকৃত অবস্থান বুঝতে আরও সময় লাগবে।”
শেকৃবি ল্যাংগুয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক সওবান চৌধুরী বলেন, “বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন শিক্ষামূলক কার্যক্রম আয়োজন করে। আমরা চাই, ভবিষ্যতে ছাত্রশিবিরও এসব উদ্যোগে ভূমিকা রাখবে।”
বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সহ-সভাপতি ও দৈনিক বাংলার প্রতিনিধি আরাফাত রহমান অভি বলেন, “২০১৪ সালের নির্বাচনের পর ছাত্রলীগের আধিপত্যের কারণে অন্য রাজনৈতিক সংগঠনগুলোর কার্যক্রম ব্যাহত হয়েছিল।
এখন চাই, সব সংগঠন শিক্ষার্থীদের কল্যাণে কাজ করুক। শিবিরের বিরুদ্ধে যে নেতিবাচক ধারণা রয়েছে, তারা সেটি দূর করতে উদ্যোগ নেবে বলে আশা করি।”
সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ আলম বলেন, “শিবিরের কিছু দক্ষতামূলক কার্যক্রম সম্পর্কে আমরা শুনেছি। আশা করি, তারা এসব কার্যক্রম সাধারণ শিক্ষার্থীদের জন্যও উন্মুক্ত করবে।”
অনুষ্ঠানে শেকৃবি ছাত্রশিবিরের সভাপতি মো. আবুল হাসান বলেন, “আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই। প্রতিটি সংগঠন যাতে মেধা বিকাশ ও বুদ্ধিভিত্তিক চর্চায় ভূমিকা রাখতে পারে, সেটাই আমাদের প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে ক্যাম্পাস সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা দেখেছি। আশা করি, ভবিষ্যতেও তারা পেশাদারিত্ব বজায় রেখে সত্য প্রকাশ করবে এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ভূমিকা রাখবে।”