ডিআইইউ প্রতিবেদক:
গত বৃহষ্পতিবার (৬ এ মার্চ) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রশাসন নারী শিক্ষার্থীদের বাসে যাতায়াতের জন্য আসন নির্ধারণ করে। নারী শিক্ষার্থীরা কোন ভাবে হয়রানির স্বীকার নাহ হয়। ক্যাম্পাস থেকে নতুনবাজার পযন্ত যাতায়াত করে বিশ্ববিদ্যালয়ের যানবাহন।
বিশ্ববিদ্যালয়ের গণপরিবহনে নারী শিক্ষার্থীদের জন্য কোন আসন নির্ধারণ না থাকা সমস্যা দেখাতি। ডিআইইউ’র মুসলিম কমিউনিটি ও সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন করলে।
বিশ্ববিদ্যালয় এ সিদ্ধান্তে উপনীত হয় যে, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা। যাতে নারী শিক্ষার্থীরা নির্বিঘ্নে বিশ্ববিদ্যালয়ে গণপরিবহনে আসা-যাওয়া করতে পারেন।
রাষ্ট্রবিজ্ঞানের বিভাগের শিক্ষার্থী সামিহা তাহসিন বলেন, অনেক সময় বিশ্ববিদ্যালয়ের গণপরিবহনে দেখা যায় কেউ কারও প্রতি সম্মান দেখায় না, ফলে নারীরা তাঁদের প্রয়োজনীয় জায়গা পান না। অনেক ক্ষেত্রেই নারী শিক্ষার্থীরা লজ্জা বা সংকোচের কারণে দাঁড়িয়ে যাতায়াত করেন।
এই সমস্যা সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন যুগান্তকারী উদ্যোগ গ্রহন করে। এতে করে নারী শিক্ষার্থীরা এখন আরামে যাতায়াত করতে পারবে বিশ্ববিদ্যালয়ে।
রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী মুজাহিদ আল রিফাত বলে,বাস ও মাইক্রোবাসে নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করা হয়েছে তা অত্যন্ত প্রশংসানীয়।বিশ্ববিদ্যালয় কতৃপক্ষের উচিত ছিলো আরো আগে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া।এবং সংরক্ষিত আসনের বিষয়টা যেন চলমান থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
বিবিএ বিভাগের শিক্ষার্থী আয়েশা ইসলাম মুন্নী বলেন,আমরা নারী শিক্ষার্থী হিসেবে এখন আর আগের মত টেনশন থাকবে নাহ গাড়িতে দাঁড়িয়ে যাওয়ার। আগে তো ছেলে মেয়ে যে যে-ভাবে পারতো বসতো।সিট নাহ থাকলে দাঁড়িয়ে যাওয়া হতো।