ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধি:
পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষ্যে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালি করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে র্য্যালিটি বের হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে রমজানের উপরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে দোয়া মোনাজাতের মাধ্যমে র্যালি শেষ হয়।
এসময় শিক্ষার্থীরা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’, ‘আহলান সাহলান, মাহে রমজান,’ ‘দিনের বেলা পানাহার, বন্ধ করতে হবে’, ‘রমজানের পবিত্রতা, রক্ষা করতে হবে’, ‘অশ্লীলতা বেহায়াপনা, বন্ধ করতে হবে’, ‘বদরের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘বিশ্বের মুসলিম, এক হও লড়াই করো’, ‘দ্রব্য মূল্যের উর্ধগতি, বন্ধ করতে হবে’সহ বিভিন্ন শ্লোগান দেয়।
জমিয়তে তালাবার সাধারণ সম্পাদক শামীম হোসেন বলেন, মাহে রজানের পবিত্রতা রক্ষায় আজকের এই র্যালি শুধুমাত্র কোনো আনুষ্ঠানিকতা নয় বরং এটি বিশ্বব্যাপী জানান দেওয়া যে ইসলামী বিশ্ববিদ্যালয় মাহে রমজান ও ইসলামী সংস্কৃতি ধারণ ও লালন করে। সারা বিশ্বের মানুষের কাছে এই সংস্কৃতি পৌঁছে দিতে ইসলামী বিশ্ববিদ্যালয় সবসময় ভূমিকা রাখবে। আমরা সিয়াম পালন, তারাবি নামাজ ও ইফতার গ্রহণের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করবো।
শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই এই রমজান শুধু রোজা রাখার জন্য আসেনি। এটি তাকওয়া অর্জনের মাস। তাই আমরা রমজানের শিক্ষাকে ধারণ করে সারা বছর তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থাকবো।
আমরা মনের কুপ্রভ্রিত্তিকে দূর করে ভালো কাজের দিকে এগিয়ে যাবো। হলের ডাইনিংয়ে শিক্ষার্থীদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য সু ব্যবস্থা রাখতে হবে। যাতে তাদের যেন কোনো কষ্ট না হয়। আমরা রমজানের শিক্ষাকে মনে প্রাণে ধারন করবো। এবং সেই অনুযায়ী কাজ করবো।