বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হচ্ছে ‘আধুনিক কৃষি যান্ত্রিকীকরণ ও জীবাশ্মসম্পদের দক্ষ ব্যবহারের মাধ্যমে চতুর্থ কৃষি বিপ্লব বাস্তবায়ন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। এটি দেশের প্রথম আন্তর্জাতিক সম্মেলন যেখানে কৃষি যান্ত্রিকীকরণ নিয়ে আলোচনা করা হচ্ছে।
আজ (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে সম্মেলনের উদ্বোধন করা হয়। বাংলাদেশ সোসাইটি অব অ্যাগ্রিকালচার মেশিনারি অ্যান্ড বায়ো রিসোর্স ইঞ্জিনিয়ারিং (বিএসএএমবিই) এবং বাকৃবির কৃষি শক্তি ও যন্ত্র বিভাগ যৌথভাবে সম্মেলনটি আয়োজন করেছে।
দুদিনব্যাপী এ সম্মেলনের মূল উদ্দেশ্য হলো আধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষিকে স্মার্ট কৃষিতে রূপান্তর করা এবং লাভজনক কৃষি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা। সম্মেলনে প্রায় ২৪০ জন বিজ্ঞানী, কৃষি প্রকৌশলী, নীতিনির্ধারক, উদ্যোক্তা, কৃষক, শিক্ষক এবং শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এছাড়াও গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রতিনিধি ড. জিয়াওকুন শি এবং বিএআরসির নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিম।
সম্মেলনে সেরা পোস্টার ও পেপারগুলোকে পুরস্কৃত করা হবে এবং সেগুলো ‘জার্নাল অব অ্যাগ্রিকালচারাল মেশিনারি অ্যান্ড বায়োরিসোর্সেস ইঞ্জিনিয়ারিং’ জার্নালে প্রকাশিত হবে। সম্মেলনে ১৬০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে এবং ৮টি প্রতিষ্ঠানের কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী হবে।