মাহবুবুল ইসলাম, শাবিপ্রবি প্রতিনিধি :
গত ১৬ জানুয়ারি ২০২৫ তারিখে, দুপুর ১২টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যাম্পাসে “বিল্ডিং এজেন্সি অব ইয়ুথ ইন ক্লাইমেট অ্যাকশন” প্রকল্পের অধীনে সামাজিক উন্নয়ন প্রকল্প শেয়ারিং বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি আয়োজিত হয়েছিল FIVDB এর উদ্যোগে এবং ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায়।
সভায় দুইটি আলাদা গ্রুপ ভিন্ন ভিন্ন জলবায়ু পরিবর্তনের সমস্যা সমাধান পরিকল্পনা নিয়ে আলোচনা করে। এর মধ্যে দুইটি গ্রুপ বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি ও এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থীদের দ্বারা গঠিত এবং একটি গ্রুপ গ্রিন এক্সপ্লোর সোসাইটির (জিইএস) সদস্যদের নিয়ে কাজ করছে।
এই প্রকল্পের কার্যক্রমে দায়িত্ব পালন করেন প্রধান ক্যাম্পেইন মবিলাইজার মো. মাসুম, প্রোজেক্ট ফ্যাসিলিটেটর, নাঈম বিন মোহাম্মদ ও আহনাফ শাহরিয়ার । তাদের নেতৃত্বে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের পরিকল্পনা শেয়ার করেন।
FIVDB এর এই আয়োজন জলবায়ু সচেতনতার প্রসারে এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।