জাবি প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লাল সবুজ উন্নয়ন সংঘের পক্ষ থেকে ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে যাতায়াতের ভোগান্তি কমাতে সাময়িক সময়ের জন্য অটোরিকশা চালু এবং বিভিন্ন কোচিং সেন্টারের বিজ্ঞাপন বিতরণের উপর নিষেধাজ্ঞা আরোপের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ।
বৃহস্পতিবার (৬ফেব্রুয়ারী) দুপুর ২ টার দিকে লাল সবুজ উন্নয়ন সংঘের ঢাকা জেলা শাখার সভাপতি ও অন্যান্য সদস্যরা এই স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে সাময়িক সমাধানের জন্য অন্তত ৩০ টি ৬ সিটের অটোরিকশা চালুর মাধ্যমে যাতায়াত ব্যবস্থার সুবিধা বৃদ্ধির পাশাপাশি ক্যাম্পাসের পরিবেশ সুষ্ঠু রাখার জন্য বিভিন্ন কোচিং সেন্টারের ব্যানার, ফেস্টুন ও লিফলেট বিতরণের মাধ্যমে পরিবেশ নষ্ট, ক্যাম্পাসের সৌন্দর্য ও শৃঙ্খলা হুমকির দরুণ বিজ্ঞাপন বিতরণের উপর নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ জানানো হয়।
এ সময় সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় পরীক্ষা চলাকালীন যাতায়াত ব্যবস্থা নিয়ে জিজ্ঞাসার জবাবে জাবি উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, “আমি কমিটিকে এ বিষয়ে জানিয়েছি, তারা এটা নিয়ে কাজ করছে।”
লাল সবুজ উন্নয়ন সংঘের ঢাকা শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, “জাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের যাতায়াতের ভোগান্তি কমাতে ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ের ক্যাম্পাসে অটোরিকশা বা বিকল্প ট্রান্সপোর্ট চালু এবং পরিবেশ সুরক্ষায় বিভিন্ন কোচিং সেন্টারের যততত্র বিজ্ঞাপন প্রচারণা (ব্যানার, ফেস্টুন, লিফলেট) বন্ধের ২ দফা দাবিতে আজ দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ এর পক্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপাচার্য মহোদয়ের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
আশা করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ও ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।”