গত ২৬ জানুয়ারি ২০২৫ তারিখে সড়ক পরিবহন আইন সংশোধিত ২০২৪ বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত বাতিলের দাবিতে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা আজ হাইকোর্ট প্রাঙ্গণে মানববন্ধন করেছেন।
মানববন্ধনে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী পুনম শাহরিয়ার নির্ঝর বলেন, গত ১৩ মার্চ ২০২৪ তারিখে মন্ত্রিসভা সড়ক পরিবহন আইন ২০১৮-এর অন্তত ১২টি ধারা সংশোধন করে এবং বেশিরভাগ ক্ষেত্রে চালক ও তাদের সহকারীদের জেল, জরিমানা এবং শাস্তি হ্রাস করে সড়ক পরিবহন সংশোধিত আইন ২০২৪-এর খসড়া নীতিগত অনুমোদন দেয়। এটি ২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনের মূল দাবিগুলোর সম্পূর্ণ বিপরীত এবং আন্দোলনকে গুরুত্বহীন করার একটি অপচেষ্টা।
তিনি আরও বলেন, সংশোধিত আইন কার্যকর হলে দোষী চালক ও পরিবহন মালিকরা লঘু শাস্তিতে দণ্ডিত হবে, যা সড়কে সাধারণ মানুষের নিরাপত্তা হ্রাস করবে এবং দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে তুলবে।
আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ২০১৮ সালের সড়ক পরিবহন আইন বহাল রাখুক এবং সড়ক পরিবহন সংশোধিত আইন ২০২৪-এর বাস্তবায়ন সংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করুক।