বাংলাদেশর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মনমোহন সিংয়ের পাশাপাশি দাঁড়ানো একটি ছবি শেয়ার করে তারেক রহমান লিখেন, ড. মনমোহন সিংয়ের প্রয়াণে একটি সোনালি অধ্যায়ের শেষ হয়েছে, যা রাজনৈতিক সততা, প্রজ্ঞা এবং উদারনৈতিক আদর্শে সমৃদ্ধ ছিল।
রোববার (২৯ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় এক পোস্টে এ কথা লিখেন তারেক রহমান।
তার অভূতপূর্ব নেতৃত্ব, অর্থনৈতিক সংস্কারের প্রতি গভীর অনুরাগ এবং আঞ্চলিক সহযোগিতার প্রতি অঙ্গীকার তাকে ইতিহাসে চিরস্মরণীয় করে রাখবে। ভারতের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম পথিকৃৎ হিসেবে পরিচিত মনমোহন সিং। ১৯৯১ সালের অর্থনৈতিক উদারীকরণে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের অর্থনীতিকে নতুন দিগন্তে নিয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রী হিসেবে তার শাসনামলে ভারত আন্তর্জাতিক স্তরে আরও শক্তিশালী অবস্থান তৈরি করেছিল।
উল্লেখ্য, ড. মনমোহন সিং গত ২৬ ডিসেম্বর নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এইমস) হাসপাতালে ৯২ বছর বয়সে পরলোকগমন করেছেন।
তিনি ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে, ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনি অর্থমন্ত্রী ছিলেন এবং সেই সময়ে ভারতের অর্থনৈতিক উদারীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।