ইরফান উল্লাহ্, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন চার সিন্ডিকেট সদস্য মনোনীত হয়েছেন। আগামী দুই বছরের জন্য তারা এ দায়িত্ব পালন করবেন।
গত সোমবার (২৯ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব শাহীনুর ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপন সূত্রে , ইসলামী বিশ্ববিদ্যালয় আইন-১৯৮০ (সংশোধিত আইন, ২০১০) অনুযায়ী নতুন সদস্যদের মনোনয়ন দেওয়া হয়েছে। এই আইনের ১৯ (১) (ঘ), ১৯ (১) (ঝ) এবং ১৯ (২) ধারা মোতাবেক বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক ড. মো. আশরাফুর রহমান এবং ঢাকায় অবস্থিত বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মো. আব্দুল মান্নানকে এবং পাবনার এডওয়ার্ড কলেজ ও কুষ্টিয়ার কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসার অধ্যক্ষকে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করা হয়।
দুই প্রতিষ্ঠানের অধ্যক্ষের পদাধিকার বলে কুষ্টিয়ার কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. তারিকুর রহমান এবং পাবনার সরকারি এডওয়ার্ড ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল আউয়াল মিয়া সিন্ডিকেট সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন।