মোঃ মেহেদী হাসান, ঢাকা (মহানগর প্রতিনিধি)
২০২৪ বিজয় উৎযাপনে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে আলোচনা সভা, মনেজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফুটবল টুর্নামেন্ট। প্রাধান অতিথি ছিলেন কলেজে পরিচালনা পরিষদের সভাপতি বীর মুক্তিযুদ্ধা মোঃ আব্দুল সালাম। বিশেষ অতিথি ছিলেন, কলেজে পরিচালনা পরিষদের সদস্য কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ জনাব প্রফেসর ড. এইচ এম অলিউল্লাহ।
উক্ত বিজয় উৎযাপনে সম্মানিত বিভাগীয় প্রধান সহ সকল শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল, বিজয় আনন্দে মেতেছে সবাই।
সকাল ১১ ঘটিকায় জাতীয় পতাকা উত্তলনের কথা থাকলেও যথা সময়ে প্রধান অতিথি উপস্থিত না হওয়ায় দুপুর ১ ঘটিকায় পতাকা উত্তলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পতাকা উত্তলন করেন প্রধান অতিথি। শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করেন, অত্র কলেজের বিএনসিসি সেনা সদস্য ও রোভার স্কাউট।
প্রাধান অতিথি বীর মুক্তিযুদ্ধা আব্দুল সালাম তার বক্তব্যে উল্লেখ করেন,”আমরা ১৯৫২ সালে জীবন দিয়েছি, ১৯৭১ সালে যুদ্ধ করেছি, ২০২৪ এ যুদ্ধ করেছি, আগামীতে যেন আর যুদ্ধ করতে না হয়। আমরা যে কারণে মুক্তিযুদ্ধ করেছিলাম তা হয় নি। আমাদেরকে অতীত থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আগামী নির্বাচিত সরকারকে ৫ আগষ্ট এর পরিবর্তন হতে শিক্ষা গ্রহণ করতে হবে, তা না হলে রাষ্ট্র বারবার ক্ষতিগ্রস্ত হবে। আমরা সুখে দুখে পরস্পরে সবার পাশে থাকবো যাতে আগামী দিনগুলো সুন্দর হয়।”
এবং মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ সম্পর্কে বলেন, “রাজনৈতিক দলীয় কোন বিষয় যেন কলেজ ক্যাম্পাসে না ঘটে। রাজনীতির কারণে শিক্ষার যেন ক্ষতি না হয়। রাজনীতি করতে হলে ক্যাম্পাসের বাহিরে রাজনীতি করতে হবে। রাজনৈতিক দল দেখে কোন শিক্ষকে ক্ষমতায় নিয়ে আসা যাবে না।”
শিক্ষার্থীদের বিষয়ে পরামর্শ দেন, ” সময় ব্যায় করবো শিক্ষার পিছনে, অন্য কোথাও নয়।”
পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদের প্রতি শোক প্রকাশ করে বক্তব্য শেষ করেন।
অন্যদিকে উপস্থাপক আব্দুল রাজ্জাক স্যার মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ ধুমপান ও রাজনীতি মুক্ত ক্যাম্পাস বলে ঘোষণা করেন।
সভাপতি সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সংস্কৃতি অনুষ্ঠানের পূর্ব বিরতি ঘোষণা করেন, এবং বলেন সংস্কৃতি অনুষ্ঠানের পরই ফুটবল খেলা শুরু হবে।
একটি সূত্র জানিয়েছে, আনুমানিক বিকেল ৪ ঘটিকার সময় ফুটবল টুর্নামেন্ট শুরু হবে, অংশগ্রহণ করবে উক্ত কলেজের শিক্ষার্থীদের দুটি দল।