ছাইদুল ইসলাম,ধামইরহাট (নওগাঁ প্রতিনিধিঃ)
নওগাঁর ধামইরহাটে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে এসএসসি ১৯৯৪ ব্যাচের শিক্ষার্থীদের ৩০ বর্ষপূর্তি পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার সকালে উপজেলার আমাইতাড়া বাজার এলাকায় নির্ধারিত সময়ের আগেই জড়ো হতে থাকেন প্রাক্তন শিক্ষার্থীরা।
পরে ‘স্মৃতিতে জড়িয়ে থাকুক কৈশোর’ স্লোগানে হুডি পরে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ধামইরহাট পূর্ব বাজার তেলের পাম্পে এসে শেষ হয়।
এ দিন সারাদিনব্যাপী নানান আয়োজনের মাধ্যমে সভযাত্রা সহ সলক অনুষ্ঠান যৌথভাবে উদ্বোধন করেন চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল-ই রব্বানী ও ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান। এরপর সব বন্ধুরা মিলে মোটরসাইকেল নিয়ে আলতাদিঘী জাতীয় উদ্যানের উদ্দেশ্যে রওনা দেয়।
দীর্ঘদিন পর সতীর্থদের কাছে পেয়ে ব্যান্ডপার্টির তালে নাচে-গানে মাতোয়ারা হয়ে ওঠেন ৯৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। এ সময় প্রকৃতির অপার সৌন্দর্যে বেড়ে ওঠা আলতাদিঘীর দুই পাশের শালবনে আড্ডা ও মুঠোফোনে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন বন্ধুরা। এর এক পর্যায়ে স্মৃতিচারণ, র্যাফেল ড্র, কবিতা আবৃত্তি ও ভূরিভোজের আয়োজন করা হয়। বিকেলে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক বদিউজ্জামান, ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শরীরচর্চা শিক্ষক নজরুল ইসলামসহ চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, হরিতকি ডাঙ্গা উচ্চ বিদ্যালয়, ভেরম, রাঙ্গামাটি ও মঙ্গলবাড়ী উচ্চ বিদ্যালয়ের দুই শতাধিক এসএসসি ১৯৯৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।