বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
৩০ পৌষ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

ভোলায় কোষ্টগার্ডের অভিযানে ৫২০ মন জাটকা আটক

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১৯ নভেম্বর ২০২৪, ১৩:৪৩

ভোলায় কোষ্টগার্ডের অভিযানে  ৫২০ মন জাটকা আটক

মো.সবুজ,ভোলা:

ঢাকায় পাচারের সময় ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনটি মিনি ট্রাক থেকে ৫২০ মণ জাটকা ইলিশ ও আড়াই মণ শাপলা পাতা মাছ জব্দ করেছে কোষ্টগার্ড।

সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ভোলা সদর উপজেলায় কয়েকটি পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এ জাটকা আটক করা হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সাব্বির আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

পরে ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসানের উপস্থিতিতে আটককৃত জাটকা ইলিশ স্থানীয় গরিব দুস্থ ও বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। এছাড়া আটককৃত আড়াই মণ শাপলা পাতা মাছ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে কোষ্টগার্ড জানায়,

গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম ভোলা সদর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে । এ সময় অভিযানে আলীনগর মাদরাসা বাজার, হোমিও কলেজ মোড় ও ভেদুরিয়া ফেরিঘাট এলাকা থেকে তিনটি মিনি ট্রাকসহ ৫২০ মণ জাটকা ও ১০০ কেজি শাপলা পাতা মাছ আটক করা হয়েছে।

আটককৃত জাটকা স্থানীয় গরিব, দুস্থ ও এতিমখানায় দেওয়া হয়েছে। একই সঙ্গে আটক হওয়া শাপলা পাতা মাছ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।এছাড়া অভিযানে জাটকা বহনকারী তিনটি ট্রাককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর