মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন ৪নং শ্রীপুর ইউনিয়নের গজারিয়া পশ্চিমপাড়া গ্রামে মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের দুই ছাত্রীকে যৌন নিপীড়নসহ শ্লীলতাহানী মামলায় ওমর আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
পাইকোটা পশ্চিমপাড়া নূরানীয়া মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্রী জাকিয়া আক্তার হাফসা (৯) ও গজারিয়া পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার (১০) গত বৃহস্পতিবার বিকালে তাদের বাড়িতে খেলাধুলা করছিল।
এসময় তাদের পার্শ্ববর্তী বাড়ির ওমর আলী অন্য একটি কাজে তাদের বাড়িতে আসলে দুই শিশু ছাত্রীকে বাড়িতে একা পেয়ে ঝাপটে ধরে যৌন নিপীড়নসহ শ্লীলতাহানী করে। তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে ওমর আলী পালিয়ে যায়।
এ ঘটনায় (১৩এপ্রিল) রোবরার থানায় মোঃ জাফর বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ ওমর আলীকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত ওমর আলী গজারিয়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ওমর আলী কৃষি কাজ করেন, থানায় দুই ছাত্রীকে যৌন নিপীড়নসহ শ্লীলতাহানীর মামলা দায়ের করা হলে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?