আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ সদরে অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল ও ২ টি ম্যাগাজিনসহ এক শিক্ষককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। তার নাম মো. মঈন উদ্দিন মোহন (৩৯)।
মোহন সদর উপজেলার মহাকালী ইউনিয়ন উচ্চ-বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। তাকে শনিবার বিকালে মুন্সিগঞ্জ সদর থানায় অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার উত্তর মাকহাটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে পূর্ব মাকহাটি এলাকার মো. মোবারক আলীর ছেলে। র্যাব-১০ এর মিডিয়া সেলের সহকারী পরিচালক শামীম হাসান সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর মাকহাটি এলাকায় অভিযান চালায়। এ সময় বিদেশী পিস্তল ও ম্যাগাজিনসহ একজনকে গ্রেফতার করতে সক্ষম হন। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার (ওসি) তদন্ত সজিব দে শনিবার বিকেল ৩ টার দিকে বলেন, রাতে র্যাব-১০ একজনকে থানায় হস্তান্তর করে। তিনি শিক্ষক কি-না এমন প্রশ্নের জবাবে বলেন শুনেছি আমরা। গ্রেফতারকৃতকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে মুন্সিগঞ্জ সদর থানার ওসি সাইফুল ইসলাম শনিবার বিকাল সাড়ে ৩ টার দিকে বলেন, র্যাব একজনকে অস্ত্রসহ আটক করে থানায় সোপাদ্দ করেছে । থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?