সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটে গত ২৪ ঘণ্টায় দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার করেছে সংগঠনটি। একজনকে হেরোইনসহ আটক হওয়ায়, আরেকজনকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়।
শুক্রবার (১১ এপ্রিল) রাত ১২টার দিকে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ এলাকা থেকে হেরোইনসহ আটক হন পঞ্চগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রবিউল ইসলাম (৩০)। তিনি খোড়াগাছ গ্রামের আফসার আলী মন্ডলের ছেলে।
পুলিশ জানায়, রাতে টহল দেওয়ার সময় অন্ধকারে বসে চার-পাঁচজন যুবককে মাদক সেবন করতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও রবিউল ইসলামকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
তার কাছ থেকে আট পুরিয়া হেরোইন ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
ঘটনার পরপরই লালমনিরহাট জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমন জানান, সংগঠনের ভাবমূর্তি রক্ষায় রবিউল ইসলামকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে।
এদিকে একইদিনে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলামকেও বহিষ্কার করেছে উপজেলা ছাত্রদল। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
সদস্য সচিব হাতীবান্ধা উপজেলা ছাত্রদল আবদুল্লাহ আল নোমান বলেন, “দলের নীতি বিরোধী কার্যকলাপ করে কেউ রেহাই পাবে না আর বিএনপিতে তো এদের কোন ঠাই নাই এবং বিএনপি অপরাধীদের কোন দল না।”
জেলার ছাত্রদলের নেতাদের বিরুদ্ধে একের পর এক শৃঙ্খলাভঙ্গের ঘটনায় সংগঠনের ভেতরে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় নেতারা বলছেন, ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?