শেখ নজরুল ইসলাম, (তালা সাতক্ষীরা প্রতিনিধি)
ফিলিস্তিনে গাজায় ইসরাইলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে তালা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ও উপজেলার বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) জুম্মাবাদ তালা সরকারী হাইস্কুল খেলার মাঠ হতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে তালা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশটি একই স্থানে এসে শেষ হয়।
উপজেলা ওলামা পরিষদ, হাজী কল্যাণ ফাউন্ডেশন, তালা আদর্শ যুব সংঘ সহ বেশ কয়েকটি সংগঠন ও সর্বস্তরের সাধারণ জনগন নিজ নিজ ব্যানার নিয়ে এই বিক্ষোভ মিছিলে যেগদান করেন ৷ মিছিলে প্রায় কয়েক হাজার মুসল্লিসহ মানুষ অংশগ্রহণ করে।
তালা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইসরাইল বিরোধী প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আকবার হোসেন ৷
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান মিঠু ও সহ-সভাপতি মোঃ সাইদুর রহমান সাঈদ এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন শাহাপুর জামে মসজিদের ইমাম মাওলানা সাইফুল্লাহ,
মাওলানা আজগার হুসাইন জমিরি, জামায়াত নেতা মাওলানা কবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম শফি, শিবির নেতা আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল ইসলাম রেজা প্রমুখ ৷
বক্তারা বলেন, ফিলিস্তিন ইস্যুতে মুসলিম দেশগুলি নির্বিকার ভূমিকা এবং জাতিসংঘের কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ইজরায়েলে সকল পণ্য সরকারিভাবে বর্জন সহ দোকানদার ও জনসাধারণের ক্রয় বিক্রয় না করার জন্য আহ্বান জানানো হয় ৷
বক্তারা আরো বলেন,
গাজায় গণহত্যা বন্ধে সারা পৃথিবীর মুসলিম দেশগুলো এক হয়ে প্রতিবাদ জানাতে হবে। প্রয়োজনে যুদ্ধে নাম লেখাতে রাজি আছেন বলেও জানান।
আর ইসরাইলি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশের যেকোনো ধরনের বাণিজ্য সরকারিভাবে বন্ধের আহ্বান জানান হয় ।
সবশেষে ধর্মপ্রাণ মুসল্লিরা ফিলিস্তিনির গাজায় ইসরাইলি হামলায় শহিদদের রুহের মাগফিরাত কামনায় আল্লাহর কাছে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তালা উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা তাওহীদুর রহমান ৷

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?