মজনুর রহমান আকাশ, মেহেরপুর:
মেহেরপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের কমান্ডার পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) ও ভারতের ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে সীমান্তের নানা সমস্যা নিয়ে সদর উপজেলার ইছাখালি সীমান্ত এলাকার মেইন পিলার ১২৪ এর নিকট শূন্য রেখায় ভারতীয় পার্শ্বে বিএসএফ নব চন্দ্রপুর ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবির পক্ষে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসানের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দল ও বিএসএফের পক্ষে কমান্ড্যান্ট শ্রী বিনয় কুমারের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল অংশ নেযচুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) পরিচালক অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হাসান জানিয়েছেন,ঈদ-উল-ফিতর পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আলোচনায় সীমান্তে শান্তি বজায় রাখা, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধ, যৌথ টহল এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদানের বিষয় গুরুবৈঠক শেষে উভয় কমান্ডার মেইন পিলার ১২৪ ও আশপাশের পিলারগুলো পায়ে হেঁটে যৌথভাবে পরিদর্শন করেন।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?