সারাদেশের ন্যায় নীলফামারী জেলার ডোমার উপজেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমান পরীক্ষা- ২০২৫ ইং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১০ এপ্রিল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।বিভিন্ন কেন্দ্রে গিয়ে দেখা গেছে সকাল ৯ টার দিকেই পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে আসতে শুরু করে।
তবে সকাল থেকে ডোমার বৃষ্টি হওয়ায় পরীক্ষার্থীদের একটু ভোগান্তি পোহাতে হয় তাছাড়া বৃষ্টির কারণে বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের কিছুটা কষ্ট করে পরীক্ষা দিতে দেখা গেছে। আজ প্রথম দিনে বাংলা ১ম পত্র পরীক্ষায় অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা।
উপজেলার ৬ টি কেন্দ্রের মধ্যে ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়, চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয় ও চিলাহাটি গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৪৬৪ জন এরমধ্যে ২৪৩২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।৩২ জন পরীক্ষায় অনুপস্থিত ছিল।
এছাড়া মাদ্রাসা শিক্ষাবোর্ড ডোমার ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে আওতায় ৪৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২৪ জন উপস্থিত ছিল, ১২ জন অনুপস্থিত ছিল এবং ডোমার বালিকা বিদ্যা নিকেতন কেন্দ্রে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১২২ জন পরীক্ষার্থীর মধ্যে ১২২ জনই অংশগ্রহণ করেন।
এবিষয়ে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাজমুল আলম (পিএএ), সাথে কথা হলে তিনি জানান, উপজেলার সকল কেন্দ্রে সুষ্ঠ ভাবে প্রথম দিনের এসএসসি পরীক্ষা সম্পূর্ণ হয়েছে, কোথাও কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি এবং কারও বহিষ্কৃত হাওয়ারও খবর পাওয়া যায়নি।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?