সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর রাশেদুল হাসান রাশেদ (৪৮) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) রাতে লালমনিরহাট সদর হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাশেদুল হাসান রাশেদ লালমনিরহাট পৌরসভার খোর্দ্দসাপটানা এলাকার বাসিন্দা। তিনি পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
পুলিশ সূত্রে জানা গেছে, রাশেদ হত্যার ঘটনায় ঢাকা লালবাগ থানায় দায়ের করা মামলার আসামি। সেই সঙ্গে মিরপুর থানায় হত্যা চেষ্টা এবং জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়, মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপি অফিসসহ বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরের মামলায়ও অভিযুক্ত। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বুধবার রাতে রাশেদকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুনবী জানান, রাশেদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে গ্রেফতারের পর এখন আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?