আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের গজারিয়ার ভবেরচর পৈক্ষারপাড় কন্দু সরকার বাড়ি এলাকায় ক্রেতা সেঁজে মাদক বিক্রেতা চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী রাসেল সরকারের স্ত্রী মাজেদা বেগমকে (৩৫) আটক করেছে গজারিয়া থানার পুলিশ।
এ সময় তার হেফাজত থেকে ৫৫ পিছ ইয়াবা জব্দ করা হয়েছে। বুধবার ৯ এপ্রিল রাত আনুমানিক পৌনে দশটায় দিকে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনোয়ার আলম আজাদ জানান, “রাসেল সরকার ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। আজ আমাদের অফিসার ফোর্স ক্রেতা সেঁজে তাকে (মাদক ব্যবসায়ী মাজেদাকে) ৫৫ পিছ ইয়াবা সহ আটক করতে সক্ষম হয়েছে।
এই দম্পতির বিরুদ্ধে গজারিয়া থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি আরো বলেন মাদক প্রতিরোধ করাসহ ব্যবসায়ীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত গেল ৮ এপ্রিল সোমবার দুপুরে গজারিয়া উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী একেএম জিয়াউল হক ওরফে মুরাদ ও তার স্ত্রী সোনিয়াকে দুইশত ইয়াবা ট্যাবলেটসহ উপজেলার বালুয়াকান্দী গ্রামের কাজী পাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী দম্পতিকে গ্রেপ্তার করেছিল গজারিয়া থানার পুলিশ। পরে উপজেলা বাসীসহ তাঁর ডিপার্টমেন্টের বাহবা কুড়িয়েছেন।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?