সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধায় এক ঐতিহ্যবাহী মেলার মাঠে জুয়া খেলার অভিযোগে চার ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (তারিখ) হাতীবান্ধা থানা পুলিশের অভিযানে ডাউয়াবাড়ী ইউনিয়নের পূর্ব বিছনদই এলাকায় অবস্থিত পেলকার কুড়া বুড়ির মেলার মাঠ থেকে এরা আটক হন। গ্রেফতারকৃতদের জেলা জেলে প্রেরণ করা হয়েছে বলে বুধবার সকালে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে।
১. মোঃ মাহমুদুল হাসান অপূর্ব (১৯), পিতা: মোঃ মিন্টু মিয়া, ঠিকানা: খোদ্দ বিছনদই, ০৫ নং ওয়ার্ড, হাতীবান্ধা থানা।
২. মোঃ নজরুল ইসলাম (৫৫), পিতা: মৃত রফিয়েল, ঠিকানা: দালালপাড়া, চীলমারি থানা, কুড়িগ্রাম জেলা।
৩. মোঃ আবু সুফিয়ান (৩৫), পিতা: মৃত আবুল হোসেন, ঠিকানা: মোঘলহাট, খানাটাড়ী, লালমনিরহাট সদর থানা।
৪. মোঃ খোরশেদ আলম (৪০), পিতা: মৃত ইসাহাক আলী, ঠিকানা: সারপুকুর সর্দারপাড়া, আদিতমারী থানা, লালমনিরহাট জেলা।
স্থানীয় সূত্রে জানা গেছে, পেলকার কুড়া বুড়ির মেলা এলাকায় গত কয়েকদিন ধরে অবৈধ জুয়ার আসর জমছিল। এ তথ্যের ভিত্তিতে হাতীবান্ধা থানা পুলিশ মঙ্গলবার রাতের অভিযান চালিয়ে জুয়া খেলায় লিপ্ত চারজনকে আটক করে। অভিযানের সময় মেলা প্রাঙ্গণ থেকে জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “অবৈধ কর্মকাণ্ড বন্ধে নিয়মিত অভিযান চলমান। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
গ্রেফতারকৃতদের বুধবার সকালে লালমনিরহাট জেলা জেলে প্রেরণ করা হয়েছে। জুয়া খেলাসহ সংশ্লিষ্ট অভিযোগে তাদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মেলা ও আশপাশের এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় কঠোর নজরদারি চালানো হচ্ছে বলেও জানানো হয়।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?