নেত্রকোনার পূর্বধলায় ধর্ষণ থেকে বাঁচতে পারভেজ মিয়া নামের এক যুবকের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন কলেজছাত্রী। সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় পূর্বধলা সরকারি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পারভেজ উপজেলার তারাকান্দা এলাকার বাসিন্দা। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে পূর্বধলা থানার ওসি নূরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঘটনার পর স্থানীয় লোকজন ওই কলেজছাত্রীকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় ওই তরুণীর বক্তব্য মোবাইল ফোনে ধারণ করা হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়া হয়।
ভিডিও বক্তব্যে ওই তরুণী বলেন, জাহিদ মিয়া (২৫) নামের এক যুবকের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিকেলে তার সঙ্গে দেখা করতে রাজধলা বিলপাড়ে যাই।
এ সময় জাহিদ ফোনে পারভেজকে সেখানে ডেকে নেন। ধর্ষণের ঘটনা অনুমান করতে পেরে দোকান থেকে ব্লেড কিনে ব্যাগে রেখেছিলাম।
পরে পরিত্যক্ত একটি ঘরে নিয়ে প্রেমিক জাহিদ ও তার বন্ধু পারভেজ জোরপূর্বক আমাকে ধর্ষণচেষ্টা করে। পরে কোনো উপায় না দেখে নিজেকে বাঁচাতে আমার ব্যাগে থাকা ব্লেড দিয়ে পারভেজের পুরুষাঙ্গে আঘাত করেছি। এ ছাড়া আমার কোনো পথ ছিল না।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?