মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে তিন প্যাকেট বেনসন সিগারেটের দাম নেওয়ার অভিযোগ উঠেছে সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহফুজুর রহমানের বিরুদ্ধে।
শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিরাজদিখান থানায় এ ঘটনা ঘটে। থানায় জিডি করতে যাওয়া ওই যুবকের নাম মো. সালমান কবীর।
মো. সালমান কবীর অভিযোগ করে বলেন, আমি শনিবার সন্ধ্যায় পাসপোর্ট হারানোর জিডি করতে থানায় যাই। তখন এএসআই মাহফুজুর রহমান কীভাবে হারিয়েছে তা জানতে চান। আমি জানাই, ঢাকার পল্টন থেকে বাসযোগে আসার সময় পাসপোর্ট হারিয়ে গেছে।
উনি বলেন, তাহলে পল্টন চলে যান, এখানে হবে না। পরে জিডিটা করার জন্য তাকে অনুরোধ করি। তখন তিনি বলেন, দোকানে গিয়ে তিন প্যাকেট বেনসন সিগারেট কিনে নিয়ে আসেন। আর না হয় তিন প্যাকেট বেনসনের টাকা দিয়ে জিডি নিয়ে যান। পরে থানার পুকুরের অপর পাশের একটি দোকানে গিয়ে তিন প্যাকেট সিগারেটের দাম ১২০০ টাকা দেই।
সিরাজদিখান থানার এএসআই মাহফুজুর রহমানের কাছে জানতে চাইলে মুঠোফোনে তিনি কথা না বোঝার বাহানায় তার বিরুদ্ধে আনীত অভিযোগের ব্যাপারে এড়িয়ে যান।
থানায় জিডি বা অভিযোগ করতে কোনো টাকা লাগে কিনা জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আ ন ম ইমরান খান বলেন, থানায় অভিযোগ বা জিডি করতে কোনো টাকা লাগে না। অভিযোগটি পেয়েছি। এই বিষয়ে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?