সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট সদর থানায় এক অদ্ভুত অভিযোগ নিয়ে হাজির হলেন রশিদা বেগম (৫৫)। তাঁর সঙ্গে ছিল ১১টি মৃত মুরগি। কান্নাজড়িত কণ্ঠে তিনি জানান, বাড়ির বাইরে যাওয়ার পর কেউ তাঁর মুরগিগুলোকে বিষ খাইয়ে মেরে ফেলেছে।
রবিবার বিকেলে রশিদা বেগম থানায় এসে এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিনি সদর উপজেলার গোকুন্ডার বেড়পাঙ্গা গ্রামের বাসিন্দা।
রশিদা বেগম জানান, ৩-৪ দিন আগে তিনি ঢাকনাই কুড়ার পাড়ে এক আত্মীয়ের বাড়িতে ছিলেন। গত শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফিরে মুরগি খোঁয়াড়ে উঠানোর সময় দেখতে পান, ১টি মুরগি ও ১০টি মুরগির বাচ্চা মৃত অবস্থায় পড়ে রয়েছে।
রশিদা বেগম বলেন, “আমি অনেক টাকা জমিয়ে মুরগিগুলো কিনেছিলাম। অনেক যত্ন করে পুষছিলাম। মুরগিগুলো বেঁচে থাকলে ডিম দিত, ডিম বেচতাম, খেতাম, ডিম থেকে বাচ্চা হতো। এখন সব কিছু শেষ হয়ে গেল। কে আমার এমন ক্ষতি করল? আমি তার বিচার আল্লাহর কাছে দিলাম।”
এ ঘটনায় থানার পুলিশ তদন্ত শুরু করেছে। রশিদা বেগমের অভিযোগের বিষয়ে তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?