মোঃ হাসনাইন আহমেদ, ভোলা:
ঈদ পরবর্তী সময়ে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে ভোলায় চেকপোষ্টের মাধ্যমে টহল-তল্লাশি চালিয়েছে যৌথ বাহিনী। রবিবার (৬ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোলা-ইলিশা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পরানগঞ্জ এলাকায় এ টহল-তল্লাশি চালানো হয়।
জানা গেছে, ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে যৌথ অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় ভোলায় সকাল ১১টার থেকে দুপুর ২টা পর্যন্ত ভোলা নৌবাহিনী কন্টিনজেন্ট, ভোলা সদর থানা পুলিশ ও বিআরটিএ কর্তৃপক্ষ এর সমন্বয়ে ঈদ পরবর্তী সময়ে জননিরাপত্তা প্রদানের লক্ষ্যে ভোলা-ইলিশা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পরানগঞ্জ এলাকার বিশ্বরোডে চেকপোষ্টের বসিয়ে যৌথ টহল ও তল্লাশির মাধ্যমে নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করে।
ভোলা নৌ কন্টিনজেন্টের নেতৃত্বে ভোলা বিআরটিএ মোটরযান পরিদর্শক মোঃ শাহাদৎ হোসেন চৌধুরী তত্ত্বাবধানে চেকপোস্ট পরিচালনা করে ড্রাইভিং লাইসেন্স ও বৈধ কাগজপত্র পর্যালোচনা করা হয় এবং পরিবহনে যাতায়াতকারী মোটরসাইকেল, সিএনজি, ট্রাক, প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় ড্রাইভিং লাইসেন্স ও বৈধ কাগজপত্র বিহীন ৬টি সিএনজি, ১টি বাস, ৫টি মোটরসাইকেল, ১টি ট্রাকসহ মোট ১৩ টি যানবাহন আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ১৩টি যানবাহন মালিকদেরকে আলাদা আলাদা হারে সর্বমোট ৮৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৩টি যানবাহন (১টি সিএনজি এবং ২টি মোটর সাইকেল) আটক করে ভোলা সদর থানায় নিয়ে আসা হয়।
ভোলা জেলায় মানুষের সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ জীবন-যাপনের জন্য নৌবাহিনী কন্টিনজেন্ট কর্তৃক এ ধরনের বিভিন্ন রকম টহল ও নিরাপত্তামূলক কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে ভোলা নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার।
এছাড়াও নৌবাহিনীর বিভিন্ন রকম অপারেশনাল কর্মকান্ডের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। যার মধ্যে অস্ত্র, মাদক, অবৈধ কারেন্ট জাল, মা ইলিশ সংরক্ষণ ও ঝাটকা নিধন প্রতিরোধের মত গুরুত্বপূর্ণ বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছে। এ বছর চলমান জাটকা নিধন প্রতিরোধ অভিযানে ৮৩ কোটি ১২ লাখ টাকার অবৈধ জাল ও ঝাটকা মাছ জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?