আক্কাছ আলী, (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে আগুনে ৪টি ঘর পুড়ে ছাই ক্ষতির পরিমাণ প্রায় ৭ লক্ষ টাকা।ঘটনাটি ঘটেছে উপজেলার কামারখাড়া ইউনিয়নের ধুপড়াবাসা গ্রামে।
মঙ্গলবার রাত ৮ টার সময় বসত ঘরের পশ্চিম পাশে একটি ঘরে আগুনের সূত্রপাত ঘটে।মুহত্তের মধ্যে পাশের ৩টি ঘরে আগুন ছড়িয়ে পরে, এলাকাবাসী ১ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
টঙ্গিবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়নের ধোপড়াবাসা গ্রামের মালেক শিকদার জানান, কিভাবে আগুন লেগেছে তা সঠিক ভাবে বলতে পারছিনা । আমার ছোট ভাই মতি শিকদারের ঘরে রাত ৮টার সময় আগুন দেখতে পেয়ে আমাদের আত্মচিৎকারে এলাকার মানুষ ছুটে আসে,
মুহত্তের মধ্যে ৪টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় । ঘরের আসবাপত্র ও নগদ টাকা সহ মোট প্রায় ৭লহ্ম টাকা ক্ষতি হয়েছে । ঘরে আগুনের অবস্থা দেখে আমার ভাই মতির শিকদার অজ্ঞান হয়ে পড়ে, বর্তমানে আমার ভাই ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ।
বর্তমানে মতি শিকদার ও তার ভাই মালেক শিকদারের পরিবারের লোকজন খোলা আকাশের নিচে বসবাস করছে।স্থানীয় রুহুল মিয়া জানান, এরকম হৃদয় বিদারক ঘটনা এই গ্রামে আর কখনো হয়নি ।
টঙ্গীবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন,প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বসতভিটা নির্মাণে সহযোগিতা করা হবে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?