ছাইদুল ইসলাম , ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা আয়োজিত টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের ২য় আসরে চ্যাম্পিয়ন হয়েছে এসএসসি-২০১৫ ব্যাচ এবং রানার্সআপ হয়েছে এসএসসি-২০২১ ব্যাচ।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেল ৪টায় ফাইনালে মুখোমুখি হয়েছিল এসএসসি-২০১৫ ব্যাচ ও এসএসসি-২০২১ ব্যাচ। টসে হেরে প্রথমে ব্যাটিং করে ২০২১ এসএসসি ব্যাচ নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করে৷
জবাবে ব্যাট করতে নেমে ২০১৫ এসএসসি ব্যাচ ২ উইকেট হারিয়ে ২৭ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
টুর্নামেন্টটির ফাইনালে প্লেয়ার অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন ২০১৫ এসএসসি ব্যাচের প্লাবন। পুরো টুর্নামেন্টে ভালো পারফরম্যান্সের জন্য প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্টও নির্বাচিত হয়েছেন তিনি।
উল্লেখ্য, অত্র বিদ্যালয়ের মোট ২০টি এসএসসি ব্যাচের অংশগ্রহণে ঈদের ২য় দিনে অত্র বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা আয়োজিত নকআউট এই ক্রিকেট টুর্নামেন্টের ২য় আসরের উদ্বোধন করা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. খেলাল-ই রব্বানী।
আরও উপস্থিত ছিলেন ধামইরহাট থানার অফিসার ইন চার্জ আব্দুল মালেক, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তপন চন্দ্র মন্ডল, প্রাক্তন শিক্ষক এ.টি.এম. বদিউল আলম, অসীম কুন্ডু প্রমুখ।
চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এস.এম. খেলাল-ই রব্বানী বলেন, “এই ক্রিকেট টুর্নামেন্টের মধ্য দিয়ে সকল ব্যাচের একটি মিলনমেলা সম্পন্ন হলো৷ এই টুর্নামেন্ট ঈদের আনন্দকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করি।”
আয়োজক কমিটির সদস্য, সাদমান মাহিন বলেন, “সকলের আন্তরিক প্রচেষ্টায় আমরা এই টুর্নামেন্টের সিজন ২ সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি। সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা আগামীতেও এই টুর্নামেন্টের আয়োজন করব ইনশাল্লাহ।”

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?