আজাদ শিবলু : নোয়াখালী সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলার বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৩ এপ্রিল) সকালে কলেজের হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
এসময় বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাওলানা নুরুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি, বিশিষ্ট নারী উদ্যোক্তা, যুক্তরাষ্ট্র থেকে ফ্যাশন ডিজাইনে উচ্চতর ডিগ্রি প্রাপ্ত লায়ন সৈয়দ হারুন এমজেএফ সাহেবের সুযোগ্য কন্যা সৈয়দা শারমিন আক্তার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
পরে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান অতিথি সৈয়দা শারমিন আক্তার। তিনি বলেন, “শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ। তোমাদের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমেই দেশ একদিন আরও এগিয়ে যাবে। তোমাদের সাফল্যের জন্য আমি শুভকামনা জানাই।” তিনি শিক্ষার্থীদের অধ্যবসায়ী হয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুর রহিম, প্রভাষক ফাতেমা বেগম, প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্যগণ, অভিভাবকবৃন্দ ও অন্যান্য শিক্ষকরা। বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের মঙ্গল কামনা করেন এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন এসএসসি পরীক্ষার্থী সামিরা সুলতানা। তিনি শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমাদের এই দীর্ঘ শিক্ষাজীবনে শিক্ষকরা ছিলেন আমাদের অভিভাবকসম। তাদের দিকনির্দেশনায় আমরা আজকের এই পর্যায়ে পৌঁছেছি। আমরা যেন ভবিষ্যতে তাদের সম্মান অক্ষুণ্ণ রাখতে পারি, সে চেষ্টা করব।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার প্রদান করা হয় এবং শিক্ষক, অতিথি ও শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কলেজের সিনিয়র শিক্ষক মো. আনোয়ার হোসেন। উল্লেখ্য, বাতাকান্দি আদর্শ স্কুল এন্ড কলেজ থেকে এ বছর ১৫০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষার্থীরা যাতে ভালো ফলাফল করতে পারে, সে জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও শিক্ষকবৃন্দ তাদের সার্বিক সহযোগিতা দিচ্ছেন।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?