পটুয়াখালীর গলাচিপায় পৌর বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহমান জিয়া এবং গলাচিপা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আলী জিন্নাহ্ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কার্যকরী সদস্য হাসান মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. জাহাঙ্গীর হোসেন খান, আব্দুস সালাম মৃধা, খন্দকার মিজানুর রহমান, এডভোকেট হাবিবুর রহমান হিরু ও পঙ্কজ দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাকসুদ আলম তালুকদার, মো. মাসুম বিল্লাহ, মিয়া মো. মাসুম বিল্লাহ ও মোহাম্মদ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহিন ও আসাদুজ্জামান সবুজ, কৃষি বিষয়ক সম্পাদক মো. সাগর খান, গণশিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক সাজ্জাদুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রভাষক জাহিদুল ইসলাম মিন্টু, সাবেক কেন্দ্রীয় ছাত্র দলের সহ-সম্পাদক ও উপজেলা বিএনপি’র সদস্য সাইদুর রহমান সাঈদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সহসভাপতি মো. বেল্লাল হাওলাদার ও মো. মজিবর রহমান জোমাদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রব মিয়া ও মো. কবির মাতবর প্রমুখ।
এছাড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন জানিয়েছেন, “যারা দলের সিদ্ধান্ত ও তারেক রহমানের নির্দেশনার বাইরে গিয়ে কোনো অঘোষিত ও অপ্রত্যাশিত অন্যায়ের সঙ্গে জড়াবেন, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, “কারো বিরুদ্ধে কোন অনিয়ম দূর্নীতি খুঁজে পাওয়া গেলে, সরাসরি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরাবরে লিখিত অভিযোগ করুন, প্রয়োজনে আমার যদি কোন অনিয়ম দূর্নীতি খুঁজে পান, তাহলে আমার বিরুদ্ধে’ও অভিযোগ করুন। নিজেদের ভেদাভেদ ভূলে সকলে একসাথে জনস্বার্থে কাজ করুন।”
সর্বশেষে ইফতার ও দোয়া মিলাদ অনুষ্ঠানে বিএনপি’র চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো’র আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?