শুক্রবার, ১৩ জুন ২০২৫

পরীক্ষামূলক সংস্করণ

খেলা

বাংলাদেশের সেরা আম্পায়ারের মৃত্যু হল ভারতে

বাংলাদেশের ব্যাডমিন্টন অঙ্গনে শোকের একদিন আজ। বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ব্যাডমিন্টন আম্পায়ার নাজিব রাসেল ইসমাইল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ভারতের গৌহাটিতে একটি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় আম্পায়ারিং করতে গিয়েছিলেন। সেখানেই হোটেলে ঘুমের মধ্যে মারা গেলেন দেশের সেরা আম্পায়ার। মৃত্যুকালে নাজিব রাসেলের বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন। রাসেল […]

নিউজ ডেস্ক

০৭ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৭

বাংলাদেশের ব্যাডমিন্টন অঙ্গনে শোকের একদিন আজ।

বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ব্যাডমিন্টন আম্পায়ার নাজিব রাসেল ইসমাইল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ভারতের গৌহাটিতে একটি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় আম্পায়ারিং করতে গিয়েছিলেন। সেখানেই হোটেলে ঘুমের মধ্যে মারা গেলেন দেশের সেরা আম্পায়ার।

মৃত্যুকালে নাজিব রাসেলের বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন।

রাসেল বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের প্যানেলভুক্ত আম্পায়ার। বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ব্যাডমিন্টন আম্পায়ারও তিনি। ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের এলিট প্যানেলে একমাত্র বাংলাদেশি আম্পায়ার ছিলেন নাজিব। শুধু আম্পায়ারিং নয়, ফেডারেশনের বর্তমান নির্বাহী কমিটিরও সদস্য তিনি।

দেশের বাইরে ম্যাচ পরিচালনা করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হলো এই গুণী ব্যাডমিন্টন আম্পায়ারের। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের এক শীর্ষ কর্তা বলেন, ভারতের গৌহাটি ম্যাচ পরিচালনা করতে গিয়েছিলেন নাজিব রাসেল। সেখানে আজ শনিবার সকালেই তার টুর্নামেন্টের সেমি-ফাইনাল ম্যাচ পরিচালনার কথা ছিল। কিন্তু সকালে ঠিক সময়ে মাঠে তাকে না দেখে কর্মকর্তা ফোন নম্বরে যোগাযোগ করার চেষ্টা করেন।

ফোন নম্বরে যোগাযোগে ব্যর্থ হয়ে তারা হোটেলে এসে দেখেন দরজা বন্ধ, ভেতর থেকেও কোন সাড়া শব্দ নেই। এরপর স্থানীয় পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ এসে দরজা ভেঙে দেখতে পান ঘুমের মধ্যেই মারা গেছেন নাজিব। ধারণা করা হচ্ছে স্ট্রোক বা হার্ট অ্যাটাকে তিনি মারা গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিশেষ কোনো রোগে আক্রান্ত ছিলেন না তিনি। ব্যাডমিন্টনের কৃতি আম্পায়ার নাজিব রাসেলের মরদেহ আনার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন।

ক্রিকেট

মাঠে হার্ট অ্যাটাক, লাইফ সাপোর্টে তামিম ইকবাল

ঢাকার সাভারে বিকেএসপির মাঠে ডিপিএলের ম্যাচ চলাকালে অসুস্থ হয়ে পেড়েছেন তামিম ইকবাল। অবস্থা গুরুতর হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। সোমবার (২৪ মার্চ) মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুরের মধ্যকার ডিপিএলের ম্যাচ চলাকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল। এরপর ঢাকা থেকে তাকে আনতে হেলিকপ্টার পাঠানো হয়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় তাকে বিকেএসপির […]

মাঠে হার্ট অ্যাটাক, লাইফ সাপোর্টে তামিম ইকবাল

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

২৪ মার্চ ২০২৫, ১২:১৬

ঢাকার সাভারে বিকেএসপির মাঠে ডিপিএলের ম্যাচ চলাকালে অসুস্থ হয়ে পেড়েছেন তামিম ইকবাল। অবস্থা গুরুতর হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

সোমবার (২৪ মার্চ) মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুরের মধ্যকার ডিপিএলের ম্যাচ চলাকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল।

এরপর ঢাকা থেকে তাকে আনতে হেলিকপ্টার পাঠানো হয়। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় তাকে বিকেএসপির পাশে শেখ ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

খেলা

গলাচিপায় বোয়ালিয়া খেয়াঘাট শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট -২০২৫ এর উদ্বোধন

“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্য’র আলোকে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বোয়ালিয়ায় প্রতি বছরের ন্যায় শুরু হয়েছে মরহুম ডা. মো. শাহাবুদ্দিন স্মৃতি কর্তৃক আয়োজিত “বোয়ালিয়া খেয়াঘাট শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট – ২০২৫। ২ এপ্রিল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক ও ” দৈনিক সকাল ” এর গলাচিপা উপজেলা প্রতিনিধি মো. মিজানুর রহমান (মাষ্টার) […]

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৫, ২৩:৩৭

“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই প্রতিপাদ্য’র আলোকে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বোয়ালিয়ায় প্রতি বছরের ন্যায় শুরু হয়েছে মরহুম ডা. মো. শাহাবুদ্দিন স্মৃতি কর্তৃক আয়োজিত “বোয়ালিয়া খেয়াঘাট শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট – ২০২৫

২ এপ্রিল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক ও ” দৈনিক সকাল ” এর গলাচিপা উপজেলা প্রতিনিধি মো. মিজানুর রহমান (মাষ্টার) এর সভাপতিত্বে এবং আয়োজক কমিটির সদস্য সচিব মো. সাইদুজ্জামান সোহেল তালুকদার এর সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. নাসির উদ্দিন মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা সদর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বাহাউদ্দিন খলিফা, মুরাদনগর আহমাদিয়া দাখিল মাদ্রাসা’র সুপার (ভারপ্রাপ্ত) মো. দেলোয়ার হোসেন, গলাচিপা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলী জিন্নাহ্, স্থানীয় সমাজসেবক মো. শাহ আলী তালুকদার, মো. আব্বাস উদ্দিন (মাষ্টার), মো. আনিসুর রহমান (মাষ্টার), মৎস্যজীবি দল নেতা মো. মামুন মোল্লা প্রমুখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, ছাত্র ও যুবকবৃন্দ।

টুর্নামেন্টে ১২ টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় বোয়ালিয়া খেয়াঘাট আপন ক্লাব ও পানপট্টি লঞ্চঘাট নাইন স্টার মুখোমুখি হয়।

খেলা

আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

“ক্রীড়াই শক্তি – ক্রীড়াই বল” এই প্রতিপাদ্য’র আলোকে পটুয়াখালী জেলার গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে “আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৫ এপ্রিল শনিবার গলাচিপা সরকারি কলেজ মাঠে গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. মুশফিকুর রহমান সাইফুল এর সভাপতিত্বে এবং গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব নূহ্-নাসির […]

প্রতিনিধি ডেস্ক

০৬ এপ্রিল ২০২৫, ১৭:০০

“ক্রীড়াই শক্তি – ক্রীড়াই বল” এই প্রতিপাদ্য’র আলোকে পটুয়াখালী জেলার গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে “আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৫ এপ্রিল শনিবার গলাচিপা সরকারি কলেজ মাঠে গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. মুশফিকুর রহমান সাইফুল এর সভাপতিত্বে এবং গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব নূহ্-নাসির উল্লাহ্ হাবিব এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এ্যাড. হাবিবুর রহমান হিরু, কেন্দ্রীয় ছাত্র দলের সহ-সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান সাঈদ, গলাচিপা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আসাদুজ্জামান সবুজ, খন্দকার মশিউর রহমান শাহিন, ভিপি শহিদুল ইসলাম মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলী জিন্নাহ্ ও সদস্য সচিব মো. ফজলুল হক শাকিল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম. দূর্জয় রুবেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক এইচ এম এমদাদুল ও সদস্য সচিব অনিক বিশ্বাস প্রমুখ।