মো. হাসনাইন আহমেদ, ভোলা:
ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৭শে রমজান ভোলা প্রেসক্লাব মিলনায়তনে ভোলা জার্নালিস্ট ফোরামের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জার্নালিস্ট ফোরামের সাংগঠনিক সম্পাদক ইয়ামিন হোসেন ও হারুনুর রশীদ শিমুলের এর সঞ্চালনায় সভাপতি শাহীন কাদের এর সভাপতিত্বে সূচনা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, জেলা জামাতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সম্পাদক আলহাজ্ব তরিকুল ইসলাম কায়েদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জামিল হোসেন অদুদ।
ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি এ্যাডভোকেট নজরুল ইসলাম অনু, দৈনিক অমৃতালোক পত্রিকার সম্পাদক আলহাজ্ব আহাদ চৌধুরী তুহিন, দৈনিক ভোলার বাণীর সম্পাদক ও জার্নালিস্ট ফোরামের প্রতিষ্ঠাতা মাকসুদ রহমান, দৈনিক কালবেলার প্রতিনিধি ওমর ফারুক, বাসস এর জেলা প্রতিনিধি আলামিন শাহরিয়ার, জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম , উপজেলা জামাতের আমীর মাওলানা কামাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রনি।
দৈনিক আমার দেশ এর প্রতিনিধি ইউনুস শরীফ, দৈনিক মানবজমিনের প্রতিনিধি এ্যাডভোকেট মনিরুল ইসলাম, যুগান্তর ও জিটিভির ভোলা প্রতিনিধি এম হেলাল উদ্দিন, ডিবিসি ভোলা প্রতিনিধি এইচ এম জাকির, দেশটিভির প্রতিনিধি ছোটন সাহা, সাংবাদিক আবদুস শহীদ তালুকদার, ক্যাব সভাপতি সোলাইমান হোসেন, চ্যানেল-২৪ এর প্রতিনিধি আদিল হোসেন তপু, দৈনিক কালের কন্ঠের ভোলা প্রতিনিধি ইকরামুল আলম, যমুনা টিভির প্রতিনিধি জুয়েল সাহা, মানবতার দুয়ারের সত্ত্বাধিকারী মনিরুল ইসলাম, মোহনা টিভি প্রতিনিধি জসিম রানা, রাজধানী টিভির প্রতিনিধি জে আই সবুজ, এখন টিভির ইমতিয়াজুর রহমান, গ্লোবাল টিভির অনিক আহমেদ, সাংবাদিক আনোয়ার সুজন, চ্যানেল-এস এর মুনসুর, সাংবাদিক ইয়াছিনুল ইমন, সাংবাদিক শরিফুল ইসলাম, আকতারুল ইসলাম আকাশ।
মোঃ সবুজ কাচিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাকিব মিয়া, অমৃতালোক প্রতিনিধি আরিয়ান আরিফ, জার্নালিস্ট ফোরামের সহ সভাপতি কাজী মহিবুল্লাহ আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জু ইসলাম, আশরাফুল আলম সজীব, আইন বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক হাসনাইন আহমেদ, সদস্য রিয়াজ উদ্দিন শান্ত, ইকবাল রাজু, শফিকুল ইসলাম, মোঃ আরিফ, রাফসান জানি, বিপ্লব রায়, বনি আমিন, টিপু সুলতান।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, জামাতে ইসলামীর নেতা আবু জাহান কবির, মাষ্টার বেলায়েত হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা মীর তানুপ্রমুখ।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?