কলাপাড়া উপজেলা(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুরে পবিত্র রমজান মাস উপলক্ষে জুণুদুণ নবী স. ফাউন্ডেশন(JNS)এর উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মাদরাসা দারুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজের বিশেষ ব্যক্তিবর্গ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
ফাউন্ডেশনের সভাপতি সাকিব আরাবি বলেন,রমজান আত্মশুদ্ধির মাস। আমরা চাই, সমাজের সবাই যেন একসঙ্গে ইফতার করে ভ্রাতৃত্ববোধের চর্চা করতে পারে। এই আয়োজনের মাধ্যমে আমরা একতা ও সম্প্রীতির বার্তা দিতে চেয়েছি। তিনি আরো বলেন,আমাদের এই ফাউন্ডেশন দেশের বিভিন্ন স্থানে সেবা মূলক কাজ পরিচালনা করে যাচ্ছে।
আমরা এই ঈদে ফিলিস্তিনের মুসলিম ভাইদের জন্য আর্থিক সহযোগিতা করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং অর্থ সংগ্রহের কাজ চলমান রয়েছে।
ইফতার মাহফিলে এতিম, দুস্থ ও অসহায় মানুষের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়। উপস্থিত অতিথিরা সংগঠনের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানানঅনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত করা হয়, যেখানে দেশের শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ব মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?