নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার খালিয়াজুরীতে ২১২ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে নৌ-পুলিশ । বৃহস্পতিবার দুপুরে ধনু নদীর লেপসিয়া লঞ্চ ঘাট থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল- বারঙ্কা গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে আঃ মমিন (৩২) ও উপজেলার গাগড়া গ্রামের রহমত উল্লার ছেলে জাকির হোসেন (৩০)। তারা উভয়েই সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাসিন্দা।
নৌ-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার তাহেরপুর থেকে ভারতীয় মদ নিয়ে ট্রলার যোগে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিলেন আ: মমিন ও জাকির হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে খাজুরী উপজেলার লেপসিয়া নৌ-পুলিশের উপ-পরিদর্শক নিখিল চন্দ্র দাসের নেতৃত্বে লেপসিয়া লঞ্চ ঘাটে ধনু নদীর মাঝে স্থানীয় লোকজনের উপস্থিতিতে দুইজন মাদক ব্যবসায়ীসহ ২১২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মদ ভারতীয় চার ব্রান্ডের। যেসব ব্রান্ডের ম্যাজিক মুভমেন্ট ২৭ পিস, এসি ব্ল্যাক ২৫ পিস, অফিসার্স চয়েস ব্লু ৭৬ পিস ও ম্যাক ডুয়েলার্স ৮৪ পিস।
এ বিষয়ে নৌ-পুলিশের উপ-পরিদর্শক নিখিল চন্দ্র দাস জানান, আটককৃতদের খালিয়াজুরী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার প্রক্রিয়া চলমান।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?