সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি :
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে ৫ বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে। শনিবার দুপুরে পানবাড়ি বিওপির কমান্ডার সুবেদার আইয়ুব আলী এ তথ্য নিশ্চিত করেন।
গত শুক্রবার (২১ মার্চ) বিকালে রংপুরের ৫১ বিজিবি ব্যাটালিয়ানের পানবাড়ি বিওপির তিনবিঘা করিডোরের শূন্য রেখায় বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৫ বাংলাদেশিকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। বিএসএফের পক্ষে ওমর ক্যাম্পের কমান্ডার সঞ্জীব কুমার ও বিজিবির পক্ষে পানবাড়ি ক্যাম্পের কমান্ডার সুবেদার আইয়ুব আলী নেতৃত্ব দেন।
২০২২ সালে কুমিল্লা-আগরতলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এ ৫ জন। গত শুক্রবার দহগ্রাম ইউনিয়নের আঙ্গোরপোতা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার চেষ্টাকালে বিএসএফের ওমর ক্যাম্পের টহলদল তাদের আটক করে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।ফেরতকৃতরা হলেন
১. ফরিদ ইসলামের সন্তান তৃতীয় লিঙ্গের ফেরদৌস ফরহাদ রশনি (২৬), মিরপুর, ঢাকা।
২. আনোয়ার হোসেনের সন্তান তৃতীয় লিঙ্গের ফরিদ ইসলাম ও হৃদয় হাসান সারওয়ার নুরজাহান (২৮), মিরপুর, ঢাকা।
৩. মোয়াজ্জেম হোসেনের সন্তান তৃতীয় লিঙ্গের হামিদুল ইসলাম রিয়া মনি (২৭), মিরপুর, ঢাকা।
৪. আহমাদ আলীর ছেলে আদম আলী (৫২) ও স্ত্রী আমিনা বিবি (৪২), ফুলবাড়ী, কুড়িগ্রাম।
পানবাড়ি ক্যাম্পের কমান্ডার সুবেদার আইয়ুব আলী জানান, “বিএসএফের সঙ্গে সমন্বয় করে আমরা নাগরিকদের ফেরত পেয়েছি। তাদের যথাযথ প্রক্রিয়ায় পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।”
দহগ্রাম-আঙ্গোরপোতা সীমান্তে নিয়মিতভাবে অবৈধ অনুপ্রবেশ ও পাচারের ঘটনা ঘটে। দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনীর মধ্যে এই ধরনের পতাকা বৈঠক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?