মনিরুল ইসলাম ডাবলু, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগরে ঘোড়ার মাংস বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছেন নলডাঙ্গা উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকালে উপজেলার মাধনগর ভট্টপাড়া গ্রামে অভিযান চালিয়ে ঘোড়ার মাংস বিক্রি বন্ধ করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রেদুয়ানুল হালিম।
সম্প্রতি গত বুধবার (১৯ মার্চ) উপজেলার মাধনগর ভট্টপাড়া গ্রামে ঘোড়া জবাই করে প্রকাশ্যে বিক্রি করেন জনৈক ফরমাজুল ইসলাম। তার মজুদ করা ৩ টি ঘোড়ার মধ্যে ১ টি ঘোড়া জবাই করে ৩০০ টাকা কেজি দরে বিক্রি করেছেন তিনি। বাকীগুলোও জবাই করে বিক্রি করবে এই খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘোড়ার মাংস বিক্রি বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়।
মাংস বিক্রেতা ফরমাজুল বলেন, অন্য একটি জেলায় ঘোড়া জবাই করে মাংস বিক্রির খবর দেখে আমিও ঘোড়া জবাই করে মাংস বিক্রি করেছি। বিষয় টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় এলাকায় ছড়িয়ে পড়লে ইউএনও স্যার এসে ঘোড়ার মাংস বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম জানান, ঘোড়া জবাই ও মাংস বিক্রি দেশে অপ্রচলিত। তাছাড়া প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে ঘোড়ার মাংস বিক্রেতা প্রাণী স্বাস্থ্য পরীক্ষার কোন সার্টিফিকেটও নেনন। নিয়ম অনুযায়ী পশু জবাইয়ের আগে সুস্থ্যতার ডাক্তারি সার্টিফিকেট নেয়া আবশ্যক। কিন্তু তিনি কোন সার্টিফিকেট নেননি।
মাংস বিক্রেতাকে ঘোড়া জবাই ও মাংস বিক্রি বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?