সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ও শুল্ক স্টেশনের কার্যক্রম সাপ্তাহিক ছুটিসহ আট দিন বন্ধ থাকবে।
বুধবার (১৯ মার্চ) বিকেলে বুড়িমারী সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিয়াজ নাহিদ স্বাক্ষরিত চিঠিতে এ ঘোষণা দেওয়া হয়। ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ৬ এপ্রিল থেকে কার্যক্রম স্বাভাবিক হবে।
অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন জানান, বাংলাদেশের বুড়িমারী ও ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দরে ঈদের ছুটির সমন্বয় করে দুই দেশের কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে আলোচনায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এ উভয় বন্দরে পণ্য পরিবহন স্থগিত থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের স্বাভাবিক যাতায়াতের অনুমতি থাকবে। বুড়িমারী ইমিগ্রেশন চৌকির ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
গত কয়েক দিন ধরে দুই দেশের মধ্যে ছুটির নোটিশ বিনিময়ের পর এ ঘোষণা আসে। স্থলবন্দর সংশ্লিষ্টরা বলছেন, ঈদের পূর্ববর্তী বাণিজ্যিক কর্মব্যস্ততা মাথায় রেখে এই ছুটি নির্ধারণ করা হয়েছে,
যাতে শ্রমিক ও ব্যবসায়ীরা পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন। তবে যাত্রীসেবা বিঘ্নিত না হওয়ায় ভারত-বাংলাদেশ চলাচলে ভ্রমণকারীদের জন্য অসুবিধা হবে না বলে জানানো হয়েছে।
বুড়িমারী স্থলবন্দর বাংলাদেশ-ভারত বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। ঈদ পরবর্তী সময়ে দ্রুত সেবা পুনরারম্ভের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রস্তুতি নিয়েছে বলেও ঘোষণায় উল্লেখ করা হয়।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?