নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনা মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে জেলা সচেতন ছাত্র ও যুব সমাজের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর আড়ই টায় জেলা শহরের মুক্তারপাড়া প্রেসক্লাবের সামনে সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্নার সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরী, ডাক্তার মাজহারুল আমিন, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সোলাইমান হোসেন রুবেল, জেলা প্রেসক্লাবের সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী, জাতীয় নাগরিক পার্টির সদস্য ফাহিম পাঠান, জাসাসের আহবায়ক সাদমান পাপ্পু, নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরী ও নেত্রকোনা মেডিকেল কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী মারুফুল হক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৮ সালে নেত্রকোনা মেডিকেল কলেজটি অনুমোদন হয়। এর পরের বছর ৫০ জন শিক্ষার্থী নিয়ে মেডিকেল কলেজ যাত্রা শুরু করে। বর্তমানে শিক্ষার্থী সংখ্যা প্রায় ৩৭৯ জন। ইতিমধ্যে অন্তবর্তী সরকার নেত্রকোনা মেডিকেল কলেজসহ দেশের ছয়টি মেডিকেল কলেজ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে গুঞ্জন উঠেছে।
এখন শুধু নেত্রকোনাবাসীর ব্যানারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে। এই প্রতিবাদ সমাবেশ ও মানবন্ধনে বক্তারা টানা তিন দিনের কর্মসূচী দেন। এরমধ্যে যদি সরকার এই হঠকারী সিদ্ধান্ত পরিবর্তন করে তাহলে নেত্রকোনাবাসী দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। তাই অন্তবর্তী সরকারের প্রধান ডঃ ইউনুস এর কাছে আহ্বান এই হঠকারী সিদ্ধান্ত থেকে সরে গিয়ে নেত্রকোনা মেডিকেল কলেজের জন্য স্থায়ী ক্যাম্পাসের ব্যবস্থা করা হোক।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?