মোঃ মেহেদী হাসান, ঢাকা (মহানগর প্রতিনিধি)
সৌন্দর্যচর্চায় মেহেদী একটি প্রাচীন ঐতিহ্য। প্রাকৃতিক মেহেদীর ব্যবহারে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া না থাকলেও বর্তমানে বাজারে পাওয়া যায় প্যাকেটজাত ক্যামিকেল মিশ্রিত মেহেদী, যা দ্রুত রং দেয়ার জন্য ব্যবহৃত হয়। অথচ এই মেহেদীর ক্ষতিকর দিক সম্পর্কে আমরা অনেকেই সচেতন নই।
ক্যামিকেল মেহেদীর ক্ষতিকর দিকসমূহ:
_ত্বকের জ্বলন ও অ্যালার্জি
ক্যামিকেলযুক্ত মেহেদীতে প্যারাফেনাইলেনডায়ামিন (PPD) নামক রাসায়নিক থাকে, যা ত্বকে জ্বালাপোড়া, চুলকানি ও লালচে ফুসকুড়ির সৃষ্টি করতে পারে।
চামড়ার দীর্ঘমেয়াদী ক্ষতি
কিছু ক্ষেত্রে ক্যামিকেলযুক্ত মেহেদী ব্যবহারের ফলে ত্বকে স্থায়ী দাগ বা ফোস্কা পড়তে পারে, যা সহজে সারতে চায় না।
অ্যালার্জিক রিঅ্যাকশন ও শ্বাসকষ্ট
অনেকে ক্যামিকেলযুক্ত মেহেদীর কারণে তীব্র অ্যালার্জিতে ভুগতে পারেন, এমনকি কিছু ক্ষেত্রে শ্বাসকষ্টের মতো গুরুতর সমস্যা দেখা দিতে পারে।
ক্যানসারের ঝুঁকি
দীর্ঘমেয়াদে এই রাসায়নিকগুলো শরীরে প্রবেশ করলে ক্যানসারের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে।
প্রাকৃতিক বিকল্প ব্যবহার করুন
বিশেষজ্ঞরা পরামর্শ দেন, বাজারের প্যাকেটজাত ক্যামিকেল মেহেদী এড়িয়ে চলা উচিত। এর পরিবর্তে ঘরে তৈরি প্রাকৃতিক মেহেদী পাতা বেটে ব্যবহার করা নিরাপদ।
সচেতনতা ও নিয়ন্ত্রণ প্রয়োজন
সরকারি পর্যায়ে ক্যামিকেলযুক্ত মেহেদীর ক্ষতিকর দিক সম্পর্কে প্রচার চালানো উচিত এবং ক্ষতিকর পণ্যগুলোর ওপর নিয়ন্ত্রণ আরোপ করা দরকার।
সরকারের উচিত “ট্রাক্স কে প্রধান্য না দিয়ে, জনগণের স্বাস্থ্যসেবার দিকে নজর দেওয়া”। একই সঙ্গে ভোক্তাদেরও সচেতন হতে হবে এবং কেবলমাত্র নিরাপদ ও প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে হবে।
সৌন্দর্যের মোহে স্বাস্থ্যঝুঁকি নেওয়া কোনোভাবেই কাম্য নয়। তাই আমাদের উচিত সচেতন হওয়া ও অন্যদের সচেতন করা।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?