রোববার (১৬ মার্চ) দুপুরে সাদ্দাম হোসেন নামে তিন বছর বয়সী ঐ শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের বিলপাড় এলাকার এক পরিত্যক্ত জায়গা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শিশুটি শীলমান্দি এলাকার আমজাদ হোসেনের ছেলে। আমজাদ হোসেনের সাথে তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদের পর তার স্ত্রীর আরেকট বিয়ে হয় এবং শিশুটিকে নিয়ে বাবার বাড়ি থাকতেন তিনি। ধারণা করা হচ্ছে, শনিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা অর্ধগলিত লাশটি সেখানে ফেলে গেছে। লাশের শরীরে ফুলে পচন ধরে গেছে।
পরিবার ও স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার বেলা দুইটার দিকে বাড়ির সামনে থেকে নিখোঁজ হয় শিশু সাদ্দাম। তারপর পরিবার ও স্থানীয়রা অনেক জায়গায় খোজাখুজি করেও তাকে পাইনি। সে বিলপাড় এলাকার প্রবাসী আমজাদ হোসেনের ছেলে। বৃহস্পতিবার দুপুরে শিশুটি নিখোঁজ হলে নরসিংদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক জানান, শিশুটি নিখোঁজের ডায়েরী বৃহস্পতিবার ই থানায় করা হয়, পর থেকে আমরা অনেক খোজাখুজি করি।
আজ সকালে বাড়ির পাশে পরিত্যক্ত একটি জায়গায় দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে শিশুটির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে নরসিংদী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।