নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনা সরকারী মহিলা কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষার আন্তঃ পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে। রবিবার দুপুরে জেলা শহরের মুক্তারপাড়া প্রেস ক্লাবের সামনে সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, নেত্রকোনা সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল ইসলাম, প্রতিতী চক্রবর্তী, নুসরাত জাহান, হাফসা আক্তার ও তাসিন মোহনা প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে যে কলেজে শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ওই কলেজ আন্ত পরীক্ষা কেন্দ্র হিসেবে অংশগ্রহণকারী কলেজে পরীক্ষা কেন্দ্র নির্ধারণ থাকে।
কিন্তু নেত্রকোনার সরকারি মহিলা কলেজের ক্ষেত্রে এর ব্যতিক্রম হচ্ছে। মহিলা কলেজের এইচএসসি শিক্ষার্থীদের পরীক্ষা নেত্রকোনা সরকারি কলেজে অনুষ্ঠিত হয়। কিন্তু সরকারি কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা মহিলা কলেজে না হয়ে শহরের অন্য বেসরকারি কলেজের কেন্দ্রে নেয়া হয়।
এতে মহিলা কলেজের শিক্ষার্থীদের প্রতি বৈষম্য মূলক নীতি প্রয়োগ করা হয়েছে। জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে আন্ত কেন্দ্র পরিবর্তনের জন্য আবেদন করেছি। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের এই আবেদনের কোন রকম গুরুত্ব দিচ্ছেন না।
আসন্ন পরীক্ষা কে কেন্দ্র করে আমরা আন্তঃ কেন্দ্র পরিবর্তনের জন্য জোর দাবি জানাচ্ছি। যদি কেন্দ্র পরিবর্তন করা না হয় তাহলে আমাদেরকেও অন্য যেকোন বেসরকারি কলেজে পরীক্ষা কেন্দ্র স্থাপন করে পরীক্ষা গ্রহণ করতে হবে।
অন্যতায় আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। আমাদের প্রত্যাশা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এইচএসসি আন্ত পরীক্ষা কেন্দ্র স্থাপনের ব্যাপারে যথোপোযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন।