সেলিম রেজা, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে সময়ের সেরা হাফেজ কন্ঠ প্রতিযোগিতা অনুষ্ঠান সেচ্ছাসেবী সংগঠন আলোর পথের পথিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) দুপুর ২টায় শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের শৈল্যাপাড়া ডি এন মতিয়ার রহমান দাখিল মাদ্রাসার হলরুমে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন কাশিয়াবালা মাদ্রাসার শিক্ষক মোঃ রেজাউল করিম জাহাঙ্গীর।
পল্লী চিকিৎসক ফজর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রুপম।
আবু রায়হান এর সঞ্চালনায় বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি বগুড়া জোনাল অফিসের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার কামরুজ্জামান ঋতু, সম্মানিত অতিথি হিসেবে ছিলেন কক্সবাজার ফাজিল মাদ্রাসার প্রভাষক আব্দুর রউফ।
সময়ের সেরা হাফেজ কন্ঠ প্রতিযোগিতা অনুষ্ঠানেট বিচারক হিসেবে ছিলেন হাফেজ আলমগীর হোসেন ও হাফেজ আঃ আহাদ।
এছাড়াও আরোও উপস্থিত ছিলেন আলোর পথের পথিক ফাউন্ডেশনের আহবায়ক শরিফ হাসান নিরব, কাউছার আহমেদ, সৈকত ইসলাম, আলমগীর হোসেন, জাকারিয়া ইসলাম, কাউছার মাহমুদ, ইউসুফ সাদিক, সুমন সাদিক, হৃদয়, শাহাবুদ্দিন প্রমুখ।