নূর আলম,দুর্গাপুর(নেত্রকোণা) প্রতিনিধিঃ
মাগুরার শিশু আছিয়াসহ সারাদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোণার দুর্গাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) দুপুরে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে সময় সংস্কৃতি চর্চা কেন্দ্র ও সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রতিবাদী ব্যানার ও ফেস্টুন হাতে সড়কে অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালন করেন। তারা মাগুরার শিশু আছিয়ার ন্যায়বিচারের দাবিতে নানা স্লোগান দেন।
পরে বক্তারা দ্রুত বিচার সম্পন্ন করে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। বক্তব্য রাখেন— এডভোকেট মানেশ চন্দ্র সাহা, ডা. কামরুল ইসলাম, নাগরিক সমাজের প্রতিনিধি আবু রায়হান,
শহীদ ওমর ফারুক ব্লাড ডোনার সোসাইটির সভাপতি কামরুজ্জামান রাজু, কলেজ ছাত্রদল কর্মী রুবেল হোসাইন, উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি জহির রায়হান, বৈষম্য বিরোধী ছাত্র সমাজের প্রতিনিধি রেদুয়ান আহম্মেদ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সময় সংস্কৃতি চর্চা কেন্দ্রের পরিচালক শফিউল আলম স্বপন।
বক্তারা বলেন, “ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। এই বিচার দ্রুত নিশ্চিত করতে হবে, অন্যথায় দেশজুড়ে আরও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।”