শনিবার, ১৫ মার্চ ২০২৫

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

শেরপুর বাসীর দাবী ছিল ফ্লাইওভার রোড পেলো ফুটওভার ব্রিজ

শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ উত্তরাঞ্চলের গেটওয়ে খ্যাত বগুড়ার শেরপুর শহর হলো একটি ব্যস্ততম শহর।  ঢাকা-বগুড়া মহাসড়ক ৪ লেনে উত্তীর্ন হওয়ায় এ শহর দুভাগে বিভক্ত হয়েছে। ব্যবসা বানিজ্যও দুভাগে বিভক্ত হয়েছে। তাই এই উপজেলার জনসাধারণের প্রাণের দাবি ছিল যানজট নিরসনে শহরের ধুনটমোড় থেকে হাজিপুর পর্যন্ত একটি ফ্লাইওভার রোড নির্মাণের। তবে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ফ্লাইওভার রোড […]

প্রতিনিধি ডেস্ক

১৪ মার্চ ২০২৫, ২৩:৩৪

শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ

উত্তরাঞ্চলের গেটওয়ে খ্যাত বগুড়ার শেরপুর শহর হলো একটি ব্যস্ততম শহর।  ঢাকা-বগুড়া মহাসড়ক ৪ লেনে উত্তীর্ন হওয়ায় এ শহর দুভাগে বিভক্ত হয়েছে। ব্যবসা বানিজ্যও দুভাগে বিভক্ত হয়েছে। তাই এই উপজেলার জনসাধারণের প্রাণের দাবি ছিল যানজট নিরসনে শহরের ধুনটমোড় থেকে হাজিপুর পর্যন্ত একটি ফ্লাইওভার রোড নির্মাণের। তবে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ফ্লাইওভার রোড নির্মাণের পরিবর্তে ফুট-ওভারব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। এরই প্রেক্ষিতে শহরের বাসস্ট্যান্ড এলাকায় ইতমধ্যে নির্মাণ হয়েছে একটি ফুট-ওভারব্রিজ। এতে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 

স্থানীয় বাসিন্দাদের মতে, শহরের প্রধান সড়কে প্রতিদিন প্রচুর যানবাহন চলাচল করে এবং ব্যস্ত সময়ে যানজট তীব্র আকার ধারণ করে। বিশেষ করে শিক্ষার্থী, কর্মজীবী ও সাধারণ পথচারীদের জন্য রাস্তা পারাপার ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। 

তারা মনে করেন, শুধুমাত্র ফুট-ওভারব্রিজ নির্মাণ করলে এই সমস্যা পুরোপুরি সমাধান হবে না।

এদিকে, গত ১২ ফেব্রুয়ারি বগুড়া-৫ ও ৬ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মো. সিরাজ সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও সাসেক প্রকল্প-২ এর প্রকল্প পরিচালক ড. এমডি ওয়াজিউর রহমানের সাথে সাক্ষাৎ করেন। এ সময় সাসেক প্রকল্পের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তিনি ফ্লাইওভার নির্মাণ কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। 

স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম বলেন, ফ্লাইওভার না থাকলে যানজটের ভোগান্তি কমবে না। আমরা চাই স্থায়ী সমাধান। অপর এক বাসিন্দা শারমিন আক্তার বলেন, আমাদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রশাসনকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। 

এলাকাবাসীরা জানান, শুধুমাত্র ফুট-ওভারব্রিজ দিয়ে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। ফ্লাইওভার নির্মাণের জন্য  পুনরায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি নইলে বড় পরিসরে আন্দোলনের প্রস্তুতি নিবো। এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুনির্দিষ্ট সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন শেরপুর বাসিরা। 

এ বিষয়ে সাসেক প্রকল্পের কর্মকর্তারা জানান, শেরপুর শহরের প্রয়োজনীয়তা বিবেচনায় ফ্লাইওভার রোড নির্মাণের জন্য অর্থ বরাদ্দসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে।

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান জানান, আমরা জনগণের দাবির বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছি। ফ্লাইওভার নির্মাণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হয়েছে। তবে দুর্ঘটনা এড়াতে আপাতত সকল জনসাধারণ যেন ফুট-ওভারব্রিজ ব্যবহার করে এজন্য সকলকে আহবান জানাচ্ছি।

উল্লেখ্য গত ১ ফেব্রুয়ারী শেরপুর শহরের ঢাকা-বগুড়া মহাসড়কের ধুনটমোড় বাসস্ট্যান্ড থেকে হাজীপুর পর্যন্ত (দুই কিলোমিটার) ফ্লাইওভার রোড নির্মাণের দাবিতে বগুড়া-৫ ও ৬ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মো. সিরাজের নের্তৃত্বে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। পরে উপজেলা প্রশাসনের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে প্রায় ৩০ হাজার মানুষের ‘গণস্বাক্ষর সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খানের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

সারাদেশ

১৬ বছর চাকুরিচ্যুত পুলিশ কর্মকর্তা অপারেশন ডেভিল হান্টের নেতৃত্বে

গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আজ (শনিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় অনলাইন অ্যাকটিভিস্ট আসিফ সৈকত তাঁর ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুকে বলেছেন,অপারেশন […]

নিউজ ডেস্ক

০৮ ফেব্রুয়ারী ২০২৫, ২০:৪৬

গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় আজ (শনিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় অনলাইন অ্যাকটিভিস্ট আসিফ সৈকত তাঁর ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুকে বলেছেন,অপারেশন ডেভিল হান্ট শুরু।

এই অপারেশনের নেতৃত্বে রয়েছেন ১৬ বছর চাকুরিচ্যুত থাকার পর চাকরি ফিরে পাওয়া এক পুলিশ কর্মকর্তা।

সারাদেশ

সেই ৩ ডাকাতের মিলেছে পরিচয়

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা থেকে আটক তিন ডাকাতের পরিচয় মিলেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আত্মসমর্ণ করা ডাকাতরা হলেন- শারাফাত, শিফাত ও নিরব। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসান এতথ্য নিশ্চিত করেছেন। রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা ভবনের নিচতলার বরিশাল ফার্মেসি মালিক ও প্রত্যক্ষদর্শী […]

নিউজ ডেস্ক

১৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৪

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা থেকে আটক তিন ডাকাতের পরিচয় মিলেছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আত্মসমর্ণ করা ডাকাতরা হলেন- শারাফাত, শিফাত ও নিরব।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসান এতথ্য নিশ্চিত করেছেন।

রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখা ভবনের নিচতলার বরিশাল ফার্মেসি মালিক ও প্রত্যক্ষদর্শী মনোয়ার হোসেন বলেন, স্থানীয়দের চিল্লাচিল্লি শুনে এগিয়ে এসে দেখি ব্যাংকে ডাকাত ঢুকেছে। এসময় ব্যাংকের গেট ও জানালা বন্ধ করে দেওয়া হয়।

তিনি জানান, আটক তিন ডাকাতের বয়স ১৮ থেকে ২০ হবে। জানালা দিয়ে সবাইকে বন্দুক উঁচিয়ে হুমকি দেয়। সবার মুখে মাস্ক ছিলো। হাতে অস্ত্র ছিলো।

এর আগে, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকে। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির খবর জানানো হলে স্থানীয় কয়েকশ লোক ব্যাংকের ওই শাখা ঘিরে ফেলেন ও বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। পরে পুলিশ, র‍্যাব, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে পৌঁছে ব্যাংকটি ঘেরাও করে রাখে।

জানা গেছে, ব্যাংকে ডাকাত দলের হানা দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর উৎসুক জনতা সেখানে ভিড় করে। এ সময় নিরাপত্তার স্বার্থে ব্যাংক–সংলগ্ন মূল সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি ডাকাত দলকে আত্মসমর্পণের জন্য পাশের মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়া হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টায় সন্ধ্যার দিকে আত্মসমর্পণ করে তারা।

 

সারাদেশ

নাটোরে ট্রেনের হুক ভেঙে বগি বিচ্ছিন্ন

মনিরুল ইসলাম ডাবলু, (নাটোর প্রতিনিধি): নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেল স্টেশনে যাত্রাবিরতি অবস্থায় আকস্মিকভাবে ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি দুই বগির মাঝখানে হুকটি ভেঙ যায়। এতে বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। নতুন হুক লাগিয়ে ও সংযোগ স্থাপনের পর এক ঘন্ট বিলম্বে ট্রেন চলাচল স্বাভাবিক হয় এবং গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২ […]

নিউজ ডেস্ক

১৯ ডিসেম্বর ২০২৪, ১৯:৪৩

মনিরুল ইসলাম ডাবলু, (নাটোর প্রতিনিধি):
নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর রেল স্টেশনে যাত্রাবিরতি অবস্থায় আকস্মিকভাবে ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি দুই বগির মাঝখানে হুকটি ভেঙ যায়। এতে বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে।
নতুন হুক লাগিয়ে ও সংযোগ স্থাপনের পর এক ঘন্ট বিলম্বে ট্রেন চলাচল স্বাভাবিক হয় এবং গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২ টা ১০ মিনিটে মাধনগর রেলওয়ে স্টেশনের ৩ নং লাইনে এ ঘটনা ঘটে।
অপর লাইনগুলো সচল থাকায় অন্যান্য ট্রেন চলাচলে কোন বিঘ্ন ঘটেনি।
মাধনগর রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ উজ্জ্বল আলী এ তথ্য নিশ্চিত করে জানান, দুপুর ১২ টা ১০ মিনিটে ঢাকাগামী কুড়িগ্রাম আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি মাধনগর রেলওয়ে স্টেশনের ৩ নং লাইনে প্রবেশ করে।
স্টেশন বিরতি শেষে ছেড়ে যাওয়ার সময় ট্রেনের (ঝ) বগি ও (ঞ) বগির মাঝখানের সংযোগ হুক ভেঙে বগি দুটি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে মেরামত শেষে দুপুর সোয়া ১ টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।