সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ এর অভিযানে লালমনিরহাট থেকে ১৭.৫ কেজি গাঁজা, ৬৯ বোতল ফেনসিডিল ও ১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। এ অভিযানে দুই জেলা থেকে ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও ফ্লাইট লেফটেন্যান্ট মো. সাইফুল্লাহ নাঈম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ১০:৩০টায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে র্যাব সদস্যরা। এ সময় ৬৯ বোতল ফেনসিডিল ও ১ বোতল বিদেশি মদের সঙ্গে আবু সায়েম খোকন (২৮) ও মো. রুকু মিয়া (১৯)কে আটক করা হয়। এদের দুজনই কালীগঞ্জ উপজেলার চাপারহাট এলাকার বাসিন্দা।
এর আগে একই দিন বিকেল ৫:২৫ টায় রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ বেইলি ব্রিজ বাজার এলাকায় চেকপোস্টে একটি ইজিবাইক তল্লাশি করে র্যাব। সেখান থেকে ১৭.৫ কেজি গাঁজা উদ্ধার করে মো. মেহের চিশতি (২৮), মো. হাবিল (২৪), মো. কাবিল (২৪) ও মো. মোস্তফা কামাল (১৯)কে গ্রেপ্তার করা হয়। এরা সবাই কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর এলাকার বাসিন্দা।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১৩ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখা হবে। ফ্লাইট লেফটেন্যান্ট মো. সাইফুল্লাহ নাঈম বলেন, ‘‘বাংলাদেশ আমার অহংকার’’—এই মূলমন্ত্র ধারণ করে র্যাব দেশকে মাদকমুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অভিযান চলমান থাকবে।
র্যাবের এই সাফল্যে স্থানীয়রা মাদকমুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার জন্য বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন।