মনিরুল ইসলাম ডাবলু , নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় ভূমি অধিগ্রহণ না করেই দখল করে সড়ক নির্মানের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবার। সেই সাথে এই বিষয়ে ৭ দিনের মধ্যে পদক্ষেপ না নিলে,সড়ক ও রেলপথ অবরোধের হুশিয়ারি দেওয়া হয়।
বুধবার(১২ মার্চ) বেলা ১০টায় দিকে নাটোর-নওঁগা আঞ্চলিক মহাসড়কের মাধনগর ভাদরিপাড়া এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন তারা। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচিতে পরিবারের সদস্যসহ এলাকাবাসী অংশ নেয়। এর আগে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ প্রদান করা হয়।
লিখিত অভিযোগ আবেদনকারী মোঃ খাত্তাব হোসেন প্রাং উল্লেখ করেন,এই জমির মালিক আমরা পাঁচ ভাই। আমাদের জমির খারিজ-খাজনা সব রয়েছে। জমির মৌজা-পশ্চিম মাধনগর,জে.এল.নং ১৬৯,আর.এস.খং নং ১৩৮৯,প্রস্তাবিত খং নং ১৭২৮/৩১৮, হিসাব নং- ২০৭৪,আর.এস দাগ নং ৫৬২২, রকম-পুকুর, পরিমাণ-৪৯ শতাংশ। ১৯৮২ সালের ২ অধ্যায় এর ৬ ধারার বিধান মোতাবেক উক্ত সম্পত্তি অধিগ্রহন না করে ১০ শতাংশ সম্পত্তি (পুকুর) নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক জোর পূর্বক দখল করিয়াছেন।
বর্তমানে আবার উক্ত মহাসড়ক পশ্চিম পার্শ্বে ৩৬ ফুট উত্তর-দক্ষিণ বরাবর প্রায় ২০০ ফুট জায়গা জুড়ে মাটি ভরাট শুরু করেছে,তাতে আমাদের পুকুরের বাঁকি অংশ আর পুকুর হিসাবে গণ্য হবে না। তাই সরকারের কাছে আমাদের দাবি,আমাদের জমি অধিগ্রহণ করে তারপর সড়ক নির্মান করা হোক। এই ভাবে জবর দখল করলে আমাদের অপূরনীয় ক্ষতি হবে।
স্থানীয় এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য,মোঃ খাত্তাব হোসেন প্রামানিক,মোঃ সাহাদৎ হোসেন,মোঃ হাসান আলী বলেন,জমি অধিগ্রহণ না করেই আমাদের জমির উপর দিয়ে সড়ক নির্মাণ করা হচ্ছে। কিন্তু আমরা ক্ষতিপূরণ চেয়েও পাচ্ছিনা।
সড়কের জন্য আমাদের কিছু জমি চলে যাবে। আমরা সবাই চাই,সড়কটি হোক। তবে আমরা আমাদের ক্ষতিপূরণও চাই। ৭ দিনের মধ্যে এই বিষয়ে পদক্ষেপ গ্রহন করা না হলে,প্রয়োজনে সড়ক ও রেলপথ অবরোধ করতে বাধ্য হবো। এবিষয়ে সরকারের কাছে ন্যায় বিচারের দাবী জানান ভুক্তভোগীরা।