মনিরুল ইসলাম ডাবলু, নাটোর প্রতিনিধিঃ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে,নাটোরের নলডাঙ্গায় দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা,নিপীড়ণ,ধর্ষণ, অনলাইনে হেনস্থা,আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১০ মার্চ) বেলা ১০টায় শহীদ নজমুল হক সরকারি কলেজ শাখা ছাত্রদল ও মাধনগর ডিগ্রি কলেজ ছাত্রদলের ব্যানারে শহীদ নজমুল হক সরকারি কলেজ প্রাঙ্গন ও নলডাঙ্গার থানার সামনে ও মাধনগর ডিগ্রি কলেজ প্রাঙ্গন মানববন্ধন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল
প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন,উপজেলা ছাত্রদল আহবায়ক আব্দুল্লা আল বাকী সুমন,পৌর ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব রানা আহম্মেদ,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরাফাত হোসেন,মাধনগর ইউ,পি ছাত্রদলের সভাপতি রাজু সরদার,সাধারন সম্পাদক রাজন ইসলাম,মাধনগর ডিগ্রি কলেজ ছাত্রদল শাখার সভাপতি রুবেল সরদার,শহীদ নজমুল হক সরকারি
কলেজ শাখা ছাত্রদলের সাব্বির তালুকদার ও বিজয় আহম্মেদসহ প্রমূখ।
এসময় বক্তারা বলেন,দেশে বর্তমান আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। বর্তমানে মেয়েরা সমাজে নিরাপদ নয়। তাই তারা বলেন, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব কঠোর ভাবে পালন করতে হবে না হলে পদ থেকে সরে যেতে হবে। ধর্ষকের বিচার দ্রুত সময়ের মধ্যে করতে হবে। তা না হলে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।