সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক্টরের ধাক্কায় আব্দুস সোবহান রাইহান (৬) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। রবিবার (৯ মার্চ) বিকেলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বাউরা স্টেশন পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাইহান বাউরা ইউনিয়নের নবীনগর স্টেশন পাড়ার ট্রাকচালক শরিফুল ইসলাম বাবুর ছেলে ও বাউরা খাদিমুল ইসলাম হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, দুপুরে মাদ্রাসা থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন রাইহান। এ সময় বিপরীত দিক থেকে বড়খাতা (বড় খামার) আসা একটি বালুভর্তি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়।
ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে বিকাল সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহতের বিষয়টি আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ তদন্তে নিয়োজিত আছে।” তিনি আরও জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনাকবলিত এলাকাটি জনবহুল ও যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত। গত কয়েক বছরে এ সড়কে একাধিক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে স্থানীয়দের। শিশু রাইহানের মৃত্যুতে পরিবার ও এলাকাবাসী গভীর শোকে নিমজ্জিত হয়েছেন।