পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকাস্থ চালিতাবুনিয়া সমিতি উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) রাজধানীর সবুজবাগে রমনা চাইনিজ রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি ইমরান পারভেজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম মোর্তোজার সঞ্চালনায় ইফতার পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা বিশিষ্ট শিক্ষানুরাগী,
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ড. আব্দুল লতিফ মাসুম, এছাড়াও বক্তব্য রাখেন উপদেষ্টা রাকিবুল হাসান আলমাস, ইঞ্জিনিয়ার সাব্বির মাহমুদ, সহসভাপতি আলমাস মাতুব্বর, রুবেল মুফতী, রাজীব জুবায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক
মো: ইলিয়াস, খলিল মাতুব্বর, সংস্কৃতি বিষয়ক সম্পাদক বাদল ফরাজি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামুর মুফতী, সাংগঠনিক সম্পাদক শাহীন মৃধা, আইন বিষয়ক সম্পাদক কামরুল হাসান জয় সহ ঢাকায় বসবাসরত চালিতাবুনিয়ার বিশিষ্ট ব্যক্তিগণ।
এরআগে ধর্মবিষয়ক সম্পাদক ডা: আইয়ুব হোসাইন এর কোরআন তেলওয়াত এর মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় বক্তারা মাহে রমজানের শিক্ষা নিয়ে জনকল্যাণমূলক কাজ ও সুন্দর সমাজ গঠন করতে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।